পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

6 বছর পর মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ফিল্মে ফিরছেন প্রিয়াঙ্কা, কী ছবি - PRIYANKA CHOPRA

এসএস রাজামৌলির পরিচালনায় আসছে এসএসএমবি29 ৷ ছবিতে মহেশ বাবুর বিপরীতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরবেন দেশি গার্ল ৷

SS Rajamouli SSMB29 film
এসএস রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া,মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারণ (ছবি সূত্র: এএনআই/আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 29, 2024, 5:31 PM IST

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলির ছবি দিয়ে ভারতীয় ফিল্মে প্রত্যাবর্তন করতে চলেছেন বলিউড আইকন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তেলুগু মেগাস্টার মহেশ বাবুর বিপরীতে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে দেশি গার্লকে ৷ সিনে দুনিয়ায় এমনটাই জোর গুঞ্জন ৷ কানাঘুষো শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা ও মহেশ বাবুর সঙ্গে মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণও এই ছবিতে অভিনয় করতে চলেছেন ৷

যতদূর জানা যাচ্ছে, ছবির নাম এসএসএমবি29 ৷ ছবিটি পরিচালনা করবেন বাহুবলী ও আরআরআর খ্যাত এসএস রাজামৌলি ৷ তাঁর সঙ্গে এই ছবিতে কাজ করতে চলেছেন মহেশ বাবু ৷ পরিচালক-অভিনেতা জুটির এই ছবি নিয়ে ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে উন্মাদনার শেষ নেই ৷ এরপরে হলিউড খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার এই ছবিতে অভিনয়ের খবর আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাঁদের আনন্দকে ৷

সিনেমহল সূত্রে খবর, ছয় বছরের লম্বা বিরতির পর এসএসএমবি 29 ছবির মাধ্যমে ফের ভারতীয় সিনেমায় ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ 2019 সালে শেষবার ভারতীয় ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক-এ দেখা গিয়েছিল তাঁকে । নিউজওয়্যারের রিপোর্ট অনুসারে, প্রিয়াঙ্কাকে রাজামৌলির পরবর্তী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ৷ ছবিটির 2025 সালের এপ্রিল থেকে শুটিং শুরু হবে ৷ ছবিটির চূড়ান্ত পর্যায়ের চিত্রনাট্যের কাজ চলছে ৷ এসএসএমবি29 ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা মিলবে প্রিয়াঙ্কা, মহেশ বাবু এবং রাজামৌলির কাজের ৷

তার উপর বাড়তি পাওনা মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণের এই ছবিতে যোগ ৷ খবর সামনে আসছে, এই রোমাঞ্চে ভরা ছবিতে নেগেটিভ বা ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷ পৃথ্বীরাজ, গুরুবায়ুর আম্বালানাদায়িলের মতো ছবিতে অভিনয়ের জন্য তিনি পরিচিত ৷ নেতিবাচক চরিত্রে নিজেকে এই ছবিতে মেলে ধরতে পারেন তিনি । যদিও ছবির নির্মাতাদের তরফে এই খবরে এখনও শিলমোহর পড়েনি । তবে এমনটা হলে একটা ভালো ছবি উপহার পেতে চলছে অনুরাগীরা ৷

কারণ মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা দুজনেই খুব নামকরা অভিনেতা ৷ তাঁদের সঙ্গে রাজামৌলির অন্যরকম গল্প বলার ধরণ এই ছবিতে বাড়তি মাত্রা যোগ করবে ৷ শোনা যাচ্ছে, ছবিটিতে উচ্চ মাত্রার প্রচুর পরিমাণে অ্যাকশন সিকোয়েন্স দেখানো হবে ৷ প্রিয়াঙ্কা এমন একটি ভূমিকায় অভিনয় করবেন, যার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন । ছবিটির একটি ঘনিষ্ঠ সূত্র বলছেন, "প্রিয়াঙ্কা এসএস রাজামৌলির মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ৷ মহেশ বাবুর পাশাপাশি প্রিয়াঙ্কাকে প্রচুর অ্যাকশন করতে দেখা যাবে । তিনি ইতিমধ্যেই ছবিটির জন্য তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ।"

এসএসএমবি29-এর শুটিং ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফ্রিকা-সহ একাধিক দেশে বলে হবে মনে করা হচ্ছে ৷ 2026-এর শেষ পর্যন্ত শুটিং চলবে ৷ 2027 সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে । রাজামৌলি ছবিটিতে সহযোগিতা করার জন্য ডিজনি এবং সোনির মতো বিশ্বব্যাপী স্টুডিওগুলির সঙ্গে আলোচনা করছেন বলে জানা গিয়েছে, যা বিশ্বব্যাপী দর্শকের কাছে ছবিটিকে তুলে ধরবে ।

ABOUT THE AUTHOR

...view details