হায়দরাবাদ, 23 মে: বছরের সবচেয়ে প্রত্যাশিত প্যান-ইন্ডিয়া ফিল্ম কল্কি 2898 এডি-র নির্মাতারা অবশেষে প্রকাশ্যে আনলেন তাঁদের বিশেষ রোবট বুজ্জি এবং প্রধান চরিত্র ভৈরবকে ৷ ভৈরবের চরিত্রে দেখা যাবে বাহুবলী স্টার প্রভাসকে ৷ এই উপলক্ষে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে একটি জমকালো প্রি-রিলিজ ইভেন্টের আয়োজন করা হয় ৷ গত কয়েকদিন ধরে ভক্তদের প্রত্যাশা চরমে তুলে অবশেষে সামনে এল বুজ্জি ও ভৈরব ৷
নাগ আশ্বিনের কল্কি 2898 এডি-র একটি অবিচ্ছেদ্য অংশ হল বুজ্জি । ছবির গল্প এই বুজ্জিকে ঘিরেই আবর্তিত হয়েছে ৷ এটি একটি স্বতন্ত্র ব্যক্তিত্বের রোবট যার কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ ৷ এই রোবট ভৈরবের একনিষ্ঠ সঙ্গী হিসেবে কাজ করে ৷ বুধবার আরএফসিতে বিশেষভাবে ডিজাইন করা একটি গাড়ির উন্মোচন করেন ফিল্মের নির্মাতারা । তাছাড়া, তাঁর 'বিশেষ একজন' বুজ্জির পরিচয় দিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিয়োও পোস্ট করেছেন প্রভাস ।
বিশেষভাবে তৈরি এই গাড়িটি চালিয়ে নিজের স্টাইলেই ইভেন্টে পৌঁছলেন প্রভাস । দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও কমল হাসান এবং সুন্দরী দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানির কথা বিশেষভাবে উল্লেখ করে, কল্কি 2898 এডি-র সমস্ত সহ-অভিনেতাদের ধন্যবাদ জানান ।
প্রভাস বলেন, "অমিতাভ এবং কমল হাসানের অভিনয় ভারতকে অনুপ্রাণিত করেছে । আমি ভাগ্যবান যে এই ধরনের দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি । আমাদের দেশে অমিতাভ বচ্চনের মতো একজন অভিনেতা পেয়ে আমরা গর্বিত । আমি যখন ছোট ছিলাম, তখন আমি কমল হাসান স্যারের সাগরসঙ্গম দেখেছি এবং আমার মাকে বলেছিলাম যে আমাকে একই রকম একটি পোশাক কিনে দেবে ? এই ছবিতে আর এক সুন্দরী তারকা হলেন দীপিকা পাড়ুকোন ৷ তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ।
ইভেন্টের ভিজ্যুয়াল ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ প্রযুক্তির ব্যবহার দেখে স্তম্ভিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা । বুজ্জির ভূমিকা ও টিজারের প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, "নেক্সট লেভেল স্টাফ । এ বার প্যান ইন্ডিয়া নয়, এটা প্যান ওয়ার্ল্ড ।" অন্য একজন লিখেছেন, "এই মুভিটি ভারতীয় সিনেমাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ।" আর একজন ভক্ত লিখেছেন, "আমার প্রাণের তারকা প্রভাস সম্ভাব্য প্রতিটি রেকর্ড ভেঙে দেবে ৷ বিশ্ব সিনেমা, আমরা আসছি ।"
রামোজি ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরী, প্রয়াত কৃষ্ণামরাজুর স্ত্রী শ্যামলা দেবী, প্রযোজক স্বপ্না দত্ত, প্রিয়াঙ্কা দত্ত এবং অন্যান্যরা এই অনুষ্ঠানে অংশ নেন । নাগের সায়েন্স ফিকশন মুভি কল্কি 2898 এডি-র প্রধান কাস্টদের মধ্যে রয়েছেন প্রভাস, দীপিকা, দিশা, অমিতাভ ও কমল । যদিও ছবিটির প্লট এখনও গোপন রাখা হয়েছে ৷ সম্প্রতি প্রকাশ করা হয়েছে যে, অমিতাভ অশ্বথামা চরিত্রে অভিনয় করেছেন । ছবিটি 27 জুন একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷
আরও পড়ুন:
- ঐতিহাসিক মিস ইউনিভার্স জয়ের 30 বছর, মন ছোঁয়া বার্তায় আবেগী সুস্মিতা
- জন্মদিনে ছবির পোস্টার শেয়ার করে শাহেনশাকে শুভেচ্ছা 'কল্কি 2898 এডি' নির্মাতাদের
- ফের পিছল তারিখ, প্রভাস-দীপিকার কালকি'র মুক্তি কবে? বড় ঘোষণা নির্মাতাদের