পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফের পিছল তারিখ, প্রভাস-দীপিকার কালকি'র মুক্তি কবে? বড় ঘোষণা নির্মাতাদের - Kalki 2898 AD Release - KALKI 2898 AD RELEASE

Sci-Fi Drama kalki 2898: ভোটের কারণে পিছিয়ে গেল প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'কালকি 2898 এডি' ছবির মুক্তির তারিখ ৷ শনিবার নতুন একটি পোস্টার সামনে এনে নতুন তারিখ জানালেন নির্মাতা সংস্থা ৷

kalki 2898
প্রভাস-দীপিকার কালকি'র মুক্তি কবে?

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 10:56 PM IST

হায়দরাবাদ, 27 এপ্রিল: ছবি ঘোষণার পর শুটিং শেষের পরবর্তী সময়, বারবার বদলেছে 'কালকি 2898 এডি' ছবি মুক্তির তারিখ ৷ সাইন্স-ফিকশন এই ছবি মে আসে নয়, পেল নতুন মুক্তির তারিখ ৷ শনিবার ছবির নতুন একটি পোস্টার সামনে এনে তারিখ জানালেন নির্মাতা সংস্থা ৷ 9 মে নয়, 27 জুন মুক্তি পেতে চলেছে 'কালকি 2898 এডি' ৷

প্রভাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানিকে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিন ৷ জানা গিয়েছে, মাইথোলজিক্যাল কাহিনীর সঙ্গে কল্পবিজ্ঞানকে মেলানো হয়েছে এই ছবিতে ৷ এদিন সকালেই ঘোষণা করা হয়েছিল সন্ধ্যার দিকে প্রভাসের 'কালকি'-র নতুন কোনও খবর আসতে চলেছে ৷

এরপরেই সোশাল মিডিয়ায় 'কালকি 2898 এডি' ছবির নতুন তারিখ আনা হয় সামনে ৷ ক্যাপশনে লেখা হয়, "সকল বাহিনী একসঙ্গে আসছে নতুন ভবিষ্যৎ তৈরি করতে 27 জুন ৷" নতুন এই পোস্টারে দেখা গিয়েছে প্রভাস, অমিতা বচ্চন ও দীপিকা পাড়ুকোনকে ৷ জানা গিয়েছে, মে মাসের 13 তারিখ তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের লোকসভা নির্বাচনের কারণে পিছিয়েছে কালকি ছবির মুক্তির তারিখ ৷

এর আগে অমিতাভ বচ্চনের লুক প্রকাশ্য়ে আনে নির্মাতা সংস্থা ৷ মুখে-হাতে ব্যান্ডেজ বাঁধা অমিতাভের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তারপরই আসে টিজার যেখানে গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা অর্থাৎ অমিতাভের ছবির লুক আনা হয় টিজার প্রকাশের মাধ্যমে ৷ চরিত্রের ঝলক শেয়ার করে অমিতাভ সোশাল মিডিয়ায় লেখেন, "এই ছবির কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা আগে কখনও হয়নি ৷ এই ধরনের কাজ করার জন্য অন্য ধরনের চিন্তাভাবনা রাখতে হয় ৷ আধুনিক প্রযুক্তিকে যেভাবে এই ছবিতে ব্যবহার করা হয়েছে তা অসাধারণ ৷" এর আগে শাহেনশার যে লুক সামনে আসে তা দেখে অবাক হন অনুরাগীরা ৷ এখন দেখার নতুন এই তারিখে 'কালকি 2898 এডি' মুক্তি পায় কি না?

ABOUT THE AUTHOR

...view details