পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রয়াত জনপ্রিয় বাঙালি ইউটিউবার অ্যাংরি র‍্যান্টম্যান, শোকস্তব্ধ নেটপাড়া - YouTuber Abhradeep Saha Death - YOUTUBER ABHRADEEP SAHA DEATH

Angry Rantman Dies: 17 এপ্রিল সকালেই মারা গিয়েছেন অভ্রদীপ সাহা । মৃত্যুকালে বয়স হয়েছিল 27 বছর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অগণিত অনুরাগী । সকলেরই আক্ষেপ, তাঁর ফিল্ম রিভিউ আর শোনা যাবে না।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 11:03 PM IST

কলকাতা, 17 এপ্রিল:ডিজিটাল দুনিয়ায় নক্ষত্র পতন । না-ফেরার দেশে জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা । নেটদুনিয়ায় ‘অ্যাংরি ব়্যান্টম্যান’ নামে পরিচিত ছিলেন । মাত্র সাতাশেই নিভে গেল তাঁর অনর্গল বক্তব্যের ফুলঝুরি । সামাজিক মাধ্যমেই জানা গিয়েছে তাঁর মৃত্যু সংবাদ । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে নেট দুনিয়া । আক্ষেপ, তাঁর ফিল্ম রিভিউ আর শোনা যাবে না।

বুধবার প্রয়াত হয়েছেন অ্যাংরি রান্টম্যান। তাঁর একটি সাদা-কালো ছবি পোস্ট করে এদিন জানানো হয়েছে, সকাল 10.18 মিনিটে অভ্রদীপ সাহা প্রয়াত হয়েছেন । মার্চ মাসে একটি বড় অস্ত্রোপচার হয় । তারপর থেকেই তিনি হাসপাতালে ছিলেন। তাঁকে সুস্থ করে তোলার সমস্ত চেষ্টা চলছিল । , দুর্ভাগ্যবশত চলতি মাসে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে । যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ।

জনপ্রিয় ইউটিউবারের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । সেখানে প্রয়াত অভ্রদীপ সাহার ছবি পোস্ট করা হয়েছে । তাতে লেখা, ‘‘গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকে সকাল 10.18 মিনিটে অভ্রদীপ সাহা ওরফে অ্যাংরি রান্টম্যানের দুঃখজনক এবং অকালমৃত্যু হয়েছে । সততা, হাস্যরস এবং অটুট চেতনা দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন তিনি । যারা তাঁকে চিনতেন, তাঁরা সকলেই তাঁকে মিস করবেন ৷’’

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকে । জনপ্রিয় ইউটিউবারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাবও । তাদের অফিসিয়াল এক্স হ্যাণ্ডেলে লিখেছে, ‘‘বিএফসি পরিবার ভারতীয় ফুটবলের বিশ্বস্ত বন্ধু অভ্রদীপ সাহার মৃত্যুর খবরে দুঃখিত । খেলার প্রতি অভ্রদীপের ভালোবাসার কোনও সীমা ছিল না ৷ তাঁর গাল ভরা বক্তৃতাকে মিস করব । শান্তিতে ঘুমিও ।’’ শোকবার্তা এসেছে কেরালা ব্লাস্টার্সের তরফেও ৷ তাঁর কণ্ঠে সিনেমা এবং খেলার রিভিউ এতদিন ধরে উপভোগ করে এসেছে নেট দুনিয়া । লাইক, শেয়ার, কমেন্টে ভরে উঠত তাঁর নেট বুক । আজ স্তব্ধ সবকিছু ।

আরও পড়ুন:

  1. 'দো বিঘা জমিন' থেকে 'মধুমতি', মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা পরিচালক বিমল রায়ের কিছু অমর সৃষ্টি
  2. 'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায়
  3. বাইক দুর্ঘটনায় মৃত্যু 'চিলিং অ্যাডভেঞ্চারস অফ সাব্রিনা' খ্যাত অভিনেতার

ABOUT THE AUTHOR

...view details