কলকাতা, 17 এপ্রিল:ডিজিটাল দুনিয়ায় নক্ষত্র পতন । না-ফেরার দেশে জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা । নেটদুনিয়ায় ‘অ্যাংরি ব়্যান্টম্যান’ নামে পরিচিত ছিলেন । মাত্র সাতাশেই নিভে গেল তাঁর অনর্গল বক্তব্যের ফুলঝুরি । সামাজিক মাধ্যমেই জানা গিয়েছে তাঁর মৃত্যু সংবাদ । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে নেট দুনিয়া । আক্ষেপ, তাঁর ফিল্ম রিভিউ আর শোনা যাবে না।
বুধবার প্রয়াত হয়েছেন অ্যাংরি রান্টম্যান। তাঁর একটি সাদা-কালো ছবি পোস্ট করে এদিন জানানো হয়েছে, সকাল 10.18 মিনিটে অভ্রদীপ সাহা প্রয়াত হয়েছেন । মার্চ মাসে একটি বড় অস্ত্রোপচার হয় । তারপর থেকেই তিনি হাসপাতালে ছিলেন। তাঁকে সুস্থ করে তোলার সমস্ত চেষ্টা চলছিল । , দুর্ভাগ্যবশত চলতি মাসে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে । যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ।
জনপ্রিয় ইউটিউবারের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । সেখানে প্রয়াত অভ্রদীপ সাহার ছবি পোস্ট করা হয়েছে । তাতে লেখা, ‘‘গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকে সকাল 10.18 মিনিটে অভ্রদীপ সাহা ওরফে অ্যাংরি রান্টম্যানের দুঃখজনক এবং অকালমৃত্যু হয়েছে । সততা, হাস্যরস এবং অটুট চেতনা দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন তিনি । যারা তাঁকে চিনতেন, তাঁরা সকলেই তাঁকে মিস করবেন ৷’’
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকে । জনপ্রিয় ইউটিউবারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাবও । তাদের অফিসিয়াল এক্স হ্যাণ্ডেলে লিখেছে, ‘‘বিএফসি পরিবার ভারতীয় ফুটবলের বিশ্বস্ত বন্ধু অভ্রদীপ সাহার মৃত্যুর খবরে দুঃখিত । খেলার প্রতি অভ্রদীপের ভালোবাসার কোনও সীমা ছিল না ৷ তাঁর গাল ভরা বক্তৃতাকে মিস করব । শান্তিতে ঘুমিও ।’’ শোকবার্তা এসেছে কেরালা ব্লাস্টার্সের তরফেও ৷ তাঁর কণ্ঠে সিনেমা এবং খেলার রিভিউ এতদিন ধরে উপভোগ করে এসেছে নেট দুনিয়া । লাইক, শেয়ার, কমেন্টে ভরে উঠত তাঁর নেট বুক । আজ স্তব্ধ সবকিছু ।
আরও পড়ুন:
- 'দো বিঘা জমিন' থেকে 'মধুমতি', মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা পরিচালক বিমল রায়ের কিছু অমর সৃষ্টি
- 'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায়
- বাইক দুর্ঘটনায় মৃত্যু 'চিলিং অ্যাডভেঞ্চারস অফ সাব্রিনা' খ্যাত অভিনেতার