পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভালোবাসায় কি ফের ঝরবে 'রক্ত গোলাপ'? উত্তর দেবে বিক্রান্ত-তাপসীর 'ফির আয়ি হাসিন দিলরুবা' - Phir Aayi Hasseen Dillruba release - PHIR AAYI HASSEEN DILLRUBA RELEASE

Taapsee Pannu and Vikrant Massey reunite Again: 'লাভ কে লিয়ে কুছ ভি করেগা'... রিশু তথা বিক্রান্ত মেসি ও রানি তথা তাপসী পান্নু আবারও একসঙ্গে ৷ 'হাসিন দিলরুবা'র সিক্যুয়েল আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৷ আবারও কী কেউ খুন হবেন? জানা যাবে এই তারিখেই ৷

Taapsee Pannu and Vikrant Massey
আসছে 'ফির আয়ি হাসিন দিলরুবা' (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 4:13 PM IST

হায়দরাবাদ, 15 জুলাই: কথায় আছে 'ভালোবাসা তোমাকে পরিপূর্ণ করতে পারে আবার ধ্বংসও করতে পারে' ৷ রিশু, রানি সাক্সেনা ও নীল ত্রিপাঠী ভালোবাসার যে খেলায় মাতেন, সেখানে শেষপর্যন্ত রক্ত ঝরে ৷ শান্ত রিশুর অচেনা রূপ সামনে আসতেই লাগে চমক ৷ কিন্তু এটাই যে শেষ পরিণতি ছিল না, তা বোঝা গিয়েছিল 2021 সালে মুক্তি পাওয়া 'হাসিন দিলরুবা' দেখে ৷ এবার আসছে এই ছবিরই সিক্যুয়েল 'ফির আয়ি হাসিন দিলরুবা' ৷ সিনেপ্রেমীরা আরও একবার সাক্ষী হতে চলেছেন প্রেম, প্রতারণা এবং অপরাধের ৷

সোমবার নেটফ্লিক্সের তরফে ছবির মোশন পোস্টার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "9 অগস্টের সুন্দর সন্ধ্যা দিলরুবার নামে ৷ ফির আয়ি হাসিন দিলরুবা আসছে নেটফ্লিক্সে 9 তারিখ ৷" এমন খবর সামনে আসতেই উত্তেজিত অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, "প্রথম পার্ট দেখে রোমাঞ্চিত ৷ অপেক্ষা রয়েছে সিক্যুয়েল দেখার জন্য ৷"

কেউ আবার লিখেছেন, "কেমন হবে রানির সফর, সেটাই দেখতে চাই ৷" আবার কেউ লিখেছেন হাসিন দিলরুবা ছবির সংলাপও ৷ যেখানে হিন্দি শায়েরি করে লেখা, "পাগলপন কি হাস সে না গুজরে বো ইশক ক্যায়া... হোস মে তো রিস্তে নিভায়ে যাতে হ্যায় ৷"

সানি কৌশল ও জিম্মি শেরগিলকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ ছবিটি প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা ইয়ালো প্রোডাকশন ও ভূষণ কুমারের টি-সিরিজ ৷ দীনেশ পণ্ডিতের লেখনীতে আরও একবার দর্শক পেতে চলেছে রোম্যান্স, সাসপেন্স ও অভাবনীয় বেশ কিছু টুইস্ট ৷ ছবিটি পরিচালনা করছেন জয়প্রদ দেশাই ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কণিকা ধিলন ৷

প্রসঙ্গত, তাপসী পান্নু, বিক্রান্ত মেসি ও সানি কৌশল 2023 সালের ডিসেম্বরে ছবির শুটিং শেষ করেছেন ৷ 'হাসিন দিলরুবা' পরিচালনা করেছিলেন ভিনিল ম্যাথিউ ৷ চিত্রনাট্য লেখেন কণিকা ধিলন ৷ 2021 সালে নেটফ্লিক্সে মোস্ট-ওয়াচড ছবি ছিল 'হাসিন দিলরুবা' ৷ হর্ষবর্ধন রানেকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায় ৷ এবার বিক্রান্ত-তাপসীর সঙ্গে খেলা জমবে সানি কৌশল ও জিম্মি শেরগিলের ৷

ABOUT THE AUTHOR

...view details