কলকাতা, 19 সেপ্টেম্বর: হাতে মাত্র আর কয়েকদিন ৷ তারপরেই মহালয়ার ভোরে বেজে উঠবে আগমনীর সুর ৷ টিভির পর্দায় ভেসে উঠবে 'মহিষাসুরমর্দিনী' ৷ সংযুক্তা বন্দ্যোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো তারকাদের দুর্গা রূপে পেয়েছে দর্শক ৷ এবার সেই ট্রেন্ড ভাঙতে চলেছে ৷ সোশাল মিডিয়া দৌলতে পরিচিতি মুখ পায়েল বসাককে দেখা যাবে সংশ্লিষ্ট একটি চ্যানেলের মা দুর্গা রূপে ৷
পায়েলের সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নিজেদের ইউটিউব চ্যানেলের মহালয়া অনুষ্ঠানের জন্যই এটা রেডি করছিলাম আমরা। তার কয়েকটা প্রোমোও বেরিয়েছিল। সেগুলো দেখেই চ্যানেল আমাদের সঙ্গে যোগাযোগ করে। এভাবেই এলো সুযোগ। মা দুর্গাকে পর্দায় ফুটিয়ে তোলা তো সহজ কথা নয়। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। দুর্গার সাজে শুটিং করার সময় নিজের নামটাই ভুলে গিয়েছিলাম এক প্রকার।"
পায়েল আরও বলেন, "তার উপর আগে সেভাবে অভিনয় করিনি। তবে হ্যাঁ, তিন বছর বয়স থেকে নাচ করি। নৃত্যনাট্য করেছি। ফলে নানা ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে হয়েছে নানা সময়ে। তবে, এবার স্বয়ং মা দুর্গার চরিত্র। আমরা বিপদে পড়লে যাঁর কাছে ছুটে যাই তাঁর চরিত্র ফুটিয়ে তোলা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। ওই পোশাক, সাজগোজ, গয়না, শুটের পরিস্থিতি সবকিছুর মধ্যে আমি আর পায়েল ছিলাম না। ওই শক্তির ছোট্ট অংশ হয়ে গিয়েছিলাম বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল উনিই সবটা করিয়ে নিলেন।"
অন্যান্য চ্যানেলে তাবড় তাবড় নায়িকারা দুর্গা। কোয়েল, শুভশ্রীকে কি টেক্কা দেওয়ার কথা মাথায় ঘুরেছে কখনও? পায়েল বলেন, "একেবারেই না। সবাই সবার মতো করে মহিষাসুরমর্দিনীতে অভিনয় করেন। তাঁরা আমার থেকে অনের দক্ষ। আমি নৃত্যশিল্পী আর তাঁরা অভিনেত্রী। অনেক বছর ধরে অভিনয় করছেন তাঁরা। তাঁদেরকে টেক্কা দেওয়ার কথা কল্পনাতেই আসেনি। আমি আমার মতো করে চেষ্টা করেছি। " বাংলা টেলিভিশন থেকে ধারাবাহিকের অফার এলে কি করবেন পায়েল? জানতে চাইলে বলেন, "ভালো চরিত্র পেলে করব। তবে, নাচটা বজায় রেখে। কারণ আমার মেইন প্রফেশন ডান্স।"
প্রসঙ্গত, ধ্রুপদী থেকে আধুনিক, আঞ্চলিক, সব ধরনের নাচের ছন্দেই পায়েলের অসামান্য দক্ষতা ৷ তিনিই এবার একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের 'মহিষাসুরমর্দিনী' অনুষ্ঠানের মুখ। এই নিয়ে বেশ সাড়া পড়েছে নেট পাড়ায়। উলেখ্য, পায়েল বসাক ও দ্বৈপায়ন চৌধুরী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ। তাঁদের সাবলীল নৃত্য পরিবেশনা সাড়া ফেলেছে মানুষের মনে। তবে, এই প্রথমবার অসুরদলনী রূপে বাংলা টেলিভিশনে তাঁর তেজস্বিনী ইমেজ দেখবে দর্শক।