কলকাতা, 11 নভেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'পরিণীতা'। সংশ্লিষ্ট চ্যানেলের নিজস্ব প্রযোজনাতেই আসছে এই ধারাবাহিক। 'পরিণীতা' পরিচালনা করবেন কৃষ বসু। বাংলা ধারাবাহিকের দর্শক নারীকেন্দ্রিক গল্প দেখতেই বেশি অভ্যস্ত। আসন্ন 'পরিণীতা'ও নারীকেন্দ্রিক গল্প। গল্প এগোবে পারুল অধিকারী নামের এক তরুণীকে কেন্দ্রে রেখে। যে চরিত্রে অভিনয় করছেন ঈশাণী চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, পারুল শহরের নামী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা অর্জনের জন্য আসে। সেখানেই তার পরিচয় হয় রায়ানের সঙ্গে ৷ রায়ান ইউনিভার্সিটির মেয়েদের হার্টথ্রব। সকলের নজর তারই দিকে। একই ইউনিভার্সিটির দুই ছাত্রছাত্রী হঠাতই বিয়ের বাঁধনে বাঁধা পড়ে।
আসছে নতুন ধারাবাহিক 'পরিণীতা' (PR Handout) একই ছাদের তলায় বসবাস করতে শুরু করে। ইউনিভার্সিটিতে দুজনের মধ্যে বিষম আড়া আড়ি। ঘরে তাদের রসায়ন কেমন হয় এবার সেটাই দেখার পালা। রায়ানের চরিত্রে দেখা যাবে উদয় প্রতাপ সিং। অন্যান্য সব চরিত্রে রয়েছেন সৌমিলি ঘোষ বিশ্বাস, মনোজ ওঝা, দ্রোণ মুখোপাধ্যায়, অঙ্কিতা মাঝি, সুরভী মল্লিক-সহ আরও অনেকে।
অনেকদিন পর সৌমিলি ঘোষ বিশ্বাসকে দেখা যাবে বাংলা ধারাবাহিকে। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'সাধক রামপ্রসাদ' ধারাবাহিকে। তার আগে 'জয় বাবা লোকনাথ'-এ। সৌমিলির চরিত্রের নাম পৌষালি। গল্পের নায়ক রায়ানের অবিবাহিত পিসি সে। স্পষ্টবাদী এবং প্রতিবাদী। বাবার কারণেই বিয়ে হয়নি তার।
বাড়ির ভাইপো ভাইঝিদের সর্বদা আগলে রাখে সে। ওদিকে সুরভী মল্লিকের চরিত্রের নাম শিরিণ। এই ধারাবাহিকে নায়িকার সঙ্গে তার একটা টক্কর চলবে তা আন্দাজ করা যায়। 11 নভেম্বর থেকে রাত 8 টার স্লটে আসছে নতুন এই ধারাবাহিক 'পরিণীতা'।