পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দাবানলে জ্বলছে হলিউড, পুড়ে ছাই তারকাদের বাড়ি, দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা - PRIYANKA ON LOS ANGELES WILDFIRES

লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই একাধিক হলিউড তারকাদের বাড়ি ৷ প্যারিস হিলটন, ম্যান্ডি মুরের বাড়ি ভস্মীভূত ৷ দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Entertainment Team

Published : 20 hours ago

লস অ্যাঞ্জেলেস, 9 জানুয়ারি: লস অ্যাঞ্জেলেসের অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই একাধিক তারকার বাড়ি ৷ এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্‌স, ক্যারি এলওয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। আচমকা দাবানলে পুড়ে ছাই স্বপ্নের বাড়ি ৷ সোশাল মিডিয়ায় হাহাকার তারকাদের ৷ লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী প্রিয়াঙ্কা চোপড়াও সোশাল মিডিয়ায় এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ৷

7 তারিখ এলাকায় আচমকাই দাবানল দেখা যায় ৷ আগুনের গ্রাস ধীরে ধীরে বাড়তে থাকে ৷ প্রশাসনের তরফে জরুরী ভিত্তিতে এলাকা খালি করা হয় ৷ হেলিকপ্টার দিয়ে জল ঢেলে আগুন নেভানোর কাজ করতে দেখা যায় ৷ ঘরবাড়ি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পথে বসেছেেন প্যাসিফিক প্যালিসেডস এলাকার স্থানীয়রা ৷ বুধবার সন্ধ্যা নাগাদ, আগুনের শিখা এলাকার বেশিরভাগ অংশ গ্রাস করে ফেলে, যার মধ্যে বেশ কয়েকটি বহু বাড়িও রয়েছে যার দাম কয়েক কোটি টাকা । ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র নির্মাতাদের বাড়ি যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷

প্যালিসেডসে ভয়াবহ দাবানল (ইন্সটাগ্রাম স্টোরি)

লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আবাসিক এলাকাগুলির মধ্যে একটিতে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় ৷ টর্নেডোর মতো হাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ৷ মালিবু-সহ আশেপাশের এলাকাগুলিতে আগুন ছড়িয়ে পড়ে, যেখানে অনেক তারকা বাস করেন।

প্রিয়াঙ্কার পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

প্রিয়াঙ্কা চোপড়া, যিনি বেশ কয়েক বছর ধরে লস অ্যাঞ্জেলেসকে নিজের বাড়ি বলে থাকেন তিনি এই দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতে প্রথম প্রতিক্রিয়া জানান ৷ অগ্নিকাণ্ডের ভয়াবহ ফুটেজ শেয়ার করে, চোপড়া ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তার আন্তরিক চিন্তাভাবনা প্রকাশ করেছেন। "ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা জানাই । আশা করি আমরা আজ রাতে নিরাপদে থাকতে পারব ৷" পাশাপাশি তিনি প্রশাসন ও পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন ৷ নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের মধ্য দিয়ে এলাকাবাসীকে দ্রুত সরানো থেকে আগুন নেভানোর কাজ যেভাবে করে চলেছে তার প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা ৷

ইতিমধ্যে, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর এবং ক্যারি এলওয়েসের মতো অন্যান্য তারকারা ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে বলে মনে করছেন। হিলটন তাঁর মালিবুর বাড়িটি ভস্মীভূত হওয়ার বিষয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, "এই বাড়িটিতে আমরা অনেক মূল্যবান স্মৃতি ছিল ৷ এই ধ্বংসযজ্ঞ অকল্পনীয়। সত্যিই হৃদয়বিদারক ঘটনা।"

পাসাডেনার কাছে আলতাডেনা এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ম্যান্ডি মুরও ইনস্টাগ্রামে তার শোক ও ধ্বংসযজ্ঞের কথা প্রকাশ করেছেন। তিনি লেখেন, "সত্যি বলতে, এত লোকের মৃত্যুতে আমি হতবাক এবং অসাড় বোধ করছি ৷" তিনি বর্ণনা করেছেন যে আগুনে কেবল তাঁর বাড়িই নয়, তাঁর বাচ্চাদের স্কুল এবং তাঁর প্রিয় স্থানীয় রেস্তোরাঁও ধ্বংস হয়ে গিয়েছে। ক্যারি এলউইস, যিনি 'দ্য প্রিন্সেস ব্রাইড'-এ অভিনয়ের জন্য জনপ্রিয়, তিনি নিশ্চিত করেছেন যে তাঁর পরিবার নিরাপদে আছে কিন্তু তাঁদের বাড়ি আগুনে পুড়ে গিয়েছে ।

জেমি লি কার্টিস, মার্ক হ্যামিল এবং জেমস উডসের মতো অন্যান্য বিখ্যাত তারকারাও তাদের নিরাপদে এলাকা ছেড়ে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। উডস তাঁর আশেপাশের এলাকায় আগুনের শিখা পৌঁছানোর একটি ভিডিও পোস্ট করেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি নিরাপদে এলাকা ছেড়ে গিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা ঘোষণা করেছেন ৷ দাবানল ইতিমধ্যেই 2,900 একরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে এবং তা ছড়িয়ে পড়ছে চারিদিকে ৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে 70 হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details