লস অ্যাঞ্জেলেস, 9 জানুয়ারি: লস অ্যাঞ্জেলেসের অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই একাধিক তারকার বাড়ি ৷ এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। আচমকা দাবানলে পুড়ে ছাই স্বপ্নের বাড়ি ৷ সোশাল মিডিয়ায় হাহাকার তারকাদের ৷ লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী প্রিয়াঙ্কা চোপড়াও সোশাল মিডিয়ায় এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ৷
7 তারিখ এলাকায় আচমকাই দাবানল দেখা যায় ৷ আগুনের গ্রাস ধীরে ধীরে বাড়তে থাকে ৷ প্রশাসনের তরফে জরুরী ভিত্তিতে এলাকা খালি করা হয় ৷ হেলিকপ্টার দিয়ে জল ঢেলে আগুন নেভানোর কাজ করতে দেখা যায় ৷ ঘরবাড়ি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পথে বসেছেেন প্যাসিফিক প্যালিসেডস এলাকার স্থানীয়রা ৷ বুধবার সন্ধ্যা নাগাদ, আগুনের শিখা এলাকার বেশিরভাগ অংশ গ্রাস করে ফেলে, যার মধ্যে বেশ কয়েকটি বহু বাড়িও রয়েছে যার দাম কয়েক কোটি টাকা । ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র নির্মাতাদের বাড়ি যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷
লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আবাসিক এলাকাগুলির মধ্যে একটিতে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় ৷ টর্নেডোর মতো হাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ৷ মালিবু-সহ আশেপাশের এলাকাগুলিতে আগুন ছড়িয়ে পড়ে, যেখানে অনেক তারকা বাস করেন।
প্রিয়াঙ্কা চোপড়া, যিনি বেশ কয়েক বছর ধরে লস অ্যাঞ্জেলেসকে নিজের বাড়ি বলে থাকেন তিনি এই দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতে প্রথম প্রতিক্রিয়া জানান ৷ অগ্নিকাণ্ডের ভয়াবহ ফুটেজ শেয়ার করে, চোপড়া ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তার আন্তরিক চিন্তাভাবনা প্রকাশ করেছেন। "ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা জানাই । আশা করি আমরা আজ রাতে নিরাপদে থাকতে পারব ৷" পাশাপাশি তিনি প্রশাসন ও পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন ৷ নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের মধ্য দিয়ে এলাকাবাসীকে দ্রুত সরানো থেকে আগুন নেভানোর কাজ যেভাবে করে চলেছে তার প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা ৷