হায়দরাবাদ, 2মার্চ: রাজকুমার হিরানি পরিচালিত 'লগে রাহো মুন্নাভাই' নিশ্চই দেখেছেন? সেখানে 'মুন্না' তথা সঞ্জয় দত্তকে দেখা দিতে থাকেন জাতির জনক মহাত্মা গান্ধি ৷ সেখান থেকেই শুরু হয় 'মুন্নাভাইয়ের গান্ধিগিরি' ৷ ছবিটা মুক্তি পেয়েছিল 2006 সালে ৷ ব্যাক টু 2024 ৷ 18 বছর পর সেই রকম এক মুহূর্ত আবারও ধরা পড়ল ৷ সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায় ৷
মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত অতি উত্তম ছবির ট্রেলার ৷ বাংলা চলচ্চিত্র দুনিয়া আজওযাঁর অভিনয় গুণে মুগ্ধ ৷ সাদা-কালো পর্দার মহানায়ককে পরিচালক ফিরিয়ে আনলেন রঙিন দুনিয়ায়। তবে অন্যভাবে ৷ আর এখানেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের ছবির ভাবনা মিলে গিয়েছে সুক্ষভাবে ৷ যাঁরা ইতিমধ্যে ট্রেলার দেখে নিয়েছেন, তাঁরা অনেকেই বিষয়টি বুঝতে পেরে গিয়েছেন ৷ তবে এখনও যাঁরা দেখেননি, দেখে নিতে পারেন ৷ হাস্যরস-কৌতুকে ভরপুর এক মজাদার ট্রেলার বেশ উপভোগ করতে পারবেন আপনারা ৷
ট্রেলারে দেখানো হয়েছে একজন ছাত্র উত্তম-অনুরাগী ৷ তাঁকে নিয়ে পিএইচডি করছেন ৷ একদিন দুই বন্ধু প্ল্যানচ্যাট করেন উত্তম কুমারকে দেখার জন্য ৷ এরপরই তাঁদের জীবনে প্রবেশ করে স্বয়ং উত্তম কুমারের 'ভূত' ৷ তবে মুন্নাভাই ছবিতে প্ল্যানচ্যাট ছিল না ৷ ছিল অতিরিক্ত পড়াশোনার ফলে এক ধরনের ভ্রম ৷ কেবল মুন্নাই দেখতে পেত গান্ধিজিকে ৷
এখানে কিন্তু একটু আলাদা ৷ একমাত্র যাঁরা উত্তম-প্রেমী তাঁরাই দেখতে পাচ্ছেন মহানায়ককে ৷ অর্থাৎ অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য ও গৌরব চট্টোপাধ্যায় যাঁরা উত্তম-কুমারকে ভালোবাসেন তাঁদের দেখা দিতে শুরু করেন মহানায়ক ৷ মহানায়কের সঙ্গে চলতে থাকে নানা আলাপচারিতা-আড্ডা ৷ এর মাঝেই গল্পের নায়িকা 'ভূত' উত্তম কুমারের প্রেমে পড়েন৷ তারপর কী হয়? সেখানেই রয়েছে টুইস্ট ৷ সব মিলিয়ে এই ছবি অন্যরকম বিনোদন দর্শকদের উপহার দিতে চলেছে, তা বলা যায় ৷ তবে ছবির ট্রেলার দেখে কোথাও না কোথাও এক মুহূর্তের জন্য হলেও আপনার রাজকুমার হিরানির লগে রাহো মুন্নাভাই ছবির কথা মনে পড়বেই ৷