লস অ্যাঞ্জেলস, 14 জানুয়ারি: লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী আগুনে ছারখার সবকিছু ৷ ঝলসানো আগুনের তাপ ছুঁয়েছে 97তম অস্কার পুরস্কারকেও ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ফের একবার অস্কারের মনোনয়ন ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে।
সোমবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একটি বিবৃতি প্রকাশ করে, অস্কারের মনোনয়ন স্থগিত এবং নতুন তারিখ ঘোষণা করে। অ্যাকাডেমির সিইও বিল ক্র্যামার এবং সভাপতি জ্যানেট ইয়াং বিবৃতিতে বলেছেন, "আগুনের প্রভাব এবং এত লোকের গভীর ক্ষতি দেখে আমরা সকলেই শোকাহত। এখন সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে ৷ যে কোনও সমস্যার মুখোমুখি হয়ে একসঙ্গে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
রাইটার্স গিল্ড অফ আমেরিকা মনোনয়ন ঘোষণা স্থগিত করার কথা জানিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ মূলত 9 জানুয়ারী নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রথমে সোমবার পর্যন্ত স্থগিত করা হয় এবং পরে দ্বিতীয়বারের জন্য তা স্থগিত করা হয়। অস্কারের মনোনয়নের ভোটদানের তারিখ 17 জানুয়ারী, বিকেল 5টা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি, অস্কারের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয়বারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে।
আগে 19 জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্কার নমিনেশনের ঘোষণা ৷ কিন্তু এখন সেই তারিখ পিছিয়ে 23 জানুয়ারি করা হয়েছে ৷ ওই দিন ভার্চুয়ালি অস্কার নমিনেশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ এছাড়াও, অ্যাকাডেমি বার্ষিক মনোনয়নে মধ্যাহ্নভোজও বাতিল করেছে। 97তম অস্কার 2 মার্চ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে, যা সরাসরি সম্প্রচারিত হবে এবিসিতে সন্ধ্যা 7টায় এবং সরাসরি সম্প্রচারিত হবে হুলুতে ।