হায়দরাবাদ, 28 এপ্রিল: ঝড় তুললেন নুসরত ! ভোটের মরশুমে বেড়াতে গিয়েছেন বিদায়ী সাংসদ ৷ তাঁর সঙ্গী কিন্তু যশ নয়৷ একটি আদুরে ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ তাতেই কার্যত গরম হাওয়া বয়ে যাচ্ছে নেটপাড়ায় ৷ নেটিজেনদের একের পর এক মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছে ইনস্টা দুনিয়া ৷
ঘুরতে গিয়ে নুসরত হঠাৎ বন্য প্রেমে মজলেন ৷ অভিনেত্রী বন্য প্রাণীটিকে একেবারে কোলে তুলে নিয়েছেন ৷ আর ওই ওরাংওটাং-ও নুসরতকে দু'হাত দিয়ে জাপটে ধরেছে ৷ তবে প্রেম এখানেই শেষ নয়, ওরাংওটাংটি নুসরতের গালে বারবার ঠোঁট ছুঁইয়ে আদর করছে ৷ এতেই মন মজেছে নায়িকার ৷ নুসরতের গালে একের পর এক চুমু দিচ্ছে সুন্দর পোশাকে সাজা 'দুষ্টু' ওরাংওটাং! এমন আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি সোশাল মিডিয়ায় ৷
বেশ কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় বেড়াতে যাওয়ার নানা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তথা বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরত জাহান ৷ কখনও নীল জলে আকাশি বিকিনিতে জলকেলি করেছেন আবার কখনও প্রিন্টেড পোশাকে রোদ পোহাতে দেখা গিয়েছে ৷ এবার তাঁকে দেখা গেল কোলে ওরাংওটাংকে নিয়ে মিষ্টি ছবিতে ৷ ক্যাপশনে লিখেছেন, "ভালাবাসা ও আদুরে চুমু ৷ রবিবার সকলের ভালো কাটুক ৷"
এই ছবি সামনে আসতেই তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রী ! সোশাল মিডিয়া ভরে গিয়েছে একাধিক নেতিবাচক মন্তব্যে ৷ এই ভিডিয়ো সামনে আসতেই কেউ লিখেছেন, "দুজনের ঠোঁটটা একই রকম ৷" আবার কেউ লিখেছেন, "বাহ সুন্দর লাগছে যশকে ৷" কেউ এবার কটাক্ষ করে লিখেছেন, "নুসরতের কোলে যশ ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "এবার গিয়ে ঠিক আছে এক বান্দরনীর সাথে আরেক বান্দরের প্রেম ৷" আবার কেউ মন্তব্য করেছেন, "বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাইবোন! আমি কেন্দে দিয়েছি ৷"