হায়দরাবাদ, 30 ডিসেম্বর:ভারতীয় সিনেমায় বাঙালি পরিচালক তপন সিনহার অবদানের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ বছর শেষে শেষ 'মন কী বাত' অনুষ্ঠানে ফুটে এল তারই কিছু ঝলক ৷ ভারতীয় সিনেমার চার লেজেন্ডকে সম্মান জানালেন মোদি ৷ তপন সিনহার পাশাপাশি তালিকায় উঠে এসেছে আক্কিয়েনি নাগেশ্বরা রাও (ANR), সিনে দুনিয়ার শো-ম্যান রাজ কাপুর, স্মনামধন্য সঙ্গীত শিল্পী মহম্মদ রফির নাম ৷
আক্কিয়েনি নাগেশ্বরা রাওয়ের অবদান নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ পাল্টা পরিবারের তরফে কৃতজ্ঞতা প্রকাশ করেন নাগেশ্বরা রাওয়ের ছেলে নাগার্জুন, অভিনেতার ছেলে নাগা চৈতন্য, বৌমা শোভিতা ধুলিপালা ৷ তেলুগু সুপারস্টার তথা আক্কিয়েনি নাগেশ্বর রাওয়ের ছেলে নার্গাজুন এক্স হ্যান্ডেলে (টুইটার) ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদিকে ৷ নাগার্জুন উল্লেখ করেন, বাবার কর্মকাণ্ড তথা অবদানের যে স্বীকৃতি মোদি দিয়েছেন তা অনস্বীকার্য ৷
অভিনেতা লেখেন, "ভারতীয় সিনেমায় আক্কিয়েনি নাগেশ্বরা রাওয়ের (বাবার) দূরদৃষ্টি ও অবদান পরবর্তী প্রজন্মও মনে রাখবে ৷ প্রধানমন্ত্রীর মুখে বাবার প্রশংসা আমাদের পরিবার ও অনুরাগীদের কাছে অমূল্য ৷" নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "অসংখ্য ধন্যবাদ শ্রী মোদি জি ৷ আপনার কাছ থেকে এই প্রশংসা পাওয়া আমাদের পরিবারের কাছে স্পেশাল ৷"