পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মিঠুনের সঙ্গে বিয়ে দুঃস্বপ্নের মতো!' চারমাসেই স্বপ্নভঙ্গ প্রথম স্ত্রী হেলেনার - MITHUN CHAKRABORTY HELENA LUKE

মিঠুনের সঙ্গে কেন টেকেনি হেলেনার বিবাহিত সম্পর্ক, সাক্ষাৎকারে সত্যিটা প্রকাশে এনেছিলেন 'মর্দ' ছবির অভিনেত্রী ৷

Helena Luke
চারমাসেই স্বপ্নভঙ্গ প্রথম স্ত্রী হেলেনার (এএনআই/ফিল্ম পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 4, 2024, 2:35 PM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী ৷ আমেরিকায় রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 ৷ মিঠুনের দ্বিতীয় স্ত্রী হিসাবে যোগিতাবালিকে সকলেই চেনেন ৷ কিন্তু ডিস্কো ডান্সারের প্রথম স্ত্রী সম্পর্কে অনেকেই জানেন না ৷

আসলে সুখের হয়নি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত মিঠুন চক্রবর্তীর প্রথম বিয়ে ৷ হেলেনা লিউককে বিয়ে করার পর চারমাসের মাথায় তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে ৷ 1985 সালে মনমোহন দেশাইয়ের ছবি মর্দ-এ কাজ করেছেন হেলেনা ৷ সেই ছবিতে অমিতাভ বচ্চনও ছিলেন ৷ সেখান থেকেই সিনেপর্দায় পরিচিতি পান হেলেনা ৷

দীর্ঘ সময় ধরেই তিনি আমেরিকায় বসবাস করছেন ৷ তাঁর সোশাল মিডিয়ায় পরিবার-বন্ধুদের সঙ্গে সেই ছবি দেখাও গিয়েছে৷ অভিনয় ছেড়ে তিনি আমেরিকায় পাড়ি জমান ৷ সেখানে ডেলটা এয়ারলাইনসে কাজ করতেন বলে মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে ৷

হেলেনার লাস্ট পোস্ট

রবিবার সকালেই নিজের স্বাস্থ্য নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হেলেনা ৷ শরীরের ভিতর যে অস্বস্তি অনুভব হচ্ছে, তা তিনি লিখেছিলেন ৷ সাকল 9.20 নাগাদ পোস্ট করেন তিনি ৷ সেখানে অনেকেই এমন পোস্টের কারণও জানতে চান ৷ তবে সেটাই ছিল অভিনেত্রীর শেষ পোস্ট ৷ সোমবার তাঁর মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷

হেলেনার অভিনয় জীবন

মনমোহন দেশাইয়ের ব্লকব্লাস্টার মশালা ছবি মর্দ-এ ব্রিটিশ রানির চরিত্রে দেখা গিয়েছে হেলেনাকে ৷ তাঁর চরিত্রের নাম ছিল লেডি হেলেন ৷ ছবিতে অমিতাভ বচ্চনের একটা সংলাপ "আজ বোঝা গেল, সব সাদা চামড়ার মানুষের মন কালো হয় না ম্যাডাম (আজ পতা চলা, সব গোরো কা দিল কালা নেহি হোতা ম্যাডাম)" সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল ৷" এছাড়াও হেলেনকে দেখা গিয়েছে 'আও প্যায়ার করে', 'দো গোলাব', ও 'সাথ সাথ' ছবিতে ৷ তবে বলিউডে হেলেনার জার্নি খুব বেশি দীর্ঘ ছিল না ৷

মিঠুন-হেলেনার চারমাসের বিয়ে

রিপোর্টের কথা ধরলে, জানা যায়, সেই সময় খ্যাতির শিখরে ডিস্কো ডান্সার মিঠুন ৷ অভিনেত্রী সারিকার সঙ্গে ব্রেকআপের পর তিনি বেশ দুঃখী হয়ে পড়েছিলেন ৷ সেই সময় মডেল-অ্যাকট্রেস হেলেনের সঙ্গে প্রথম দেখার মিঠুনের ৷ শোনা যায়, প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েছিলেন মিঠুন-হেলেনা ৷ তারপরেই তাঁরা নাকি বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু সেই বিয়ে একবছরও ঘুরল না ৷ মাত্র চারমাসের মাথায় তাঁরা আলাদা হয়ে যান ৷ হেলেনাই নাকি বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন মিঠুনের কাছ থেকে ৷ হেলেনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিঠুন বিয়ে করেন যোগিতা বালিকে ৷

কেন চেয়েছিলেন ডিভোর্স

এক সাক্ষাৎকারে হেলেনা জানিয়েছিলেন, মিঠুনের সঙ্গে বিয়ে করে সুখী ছিলেন না তিনি ৷ বিয়ের আগে মিঠুন তাঁকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তাতেই নাকি তাঁর মন গলে যায় ৷ কিন্তু বিয়ের পর যেমনটা চলবে ভেবেছিলেন তেমনটা হয়নি ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মিঠুনের সঙ্গে বিয়ে দুঃস্বপ্নের মতো ৷ আর সেটা শেষ হয়েছে ৷ জীবনসঙ্গী মিঠুনের থেকে এরপর সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ এমনকী, সুযোগ এলেও কখনও তিনি মিঠুনের কাছে ফিরে যেতে চান না বলেও সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details