পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ইগোর ফুল, বোঝার ভুল, ডিভোর্সের মূল...!' আসছে 'শ্রীমান V/S শ্রীমতী'

পথিকৃৎ বসু পরিচালিত বাংলা ছবি 'শ্রীমান V/S শ্রীমতী'তে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু ও অঞ্জন দত্ত। প্রকাশ্যে ছবির পোস্টার ৷

Shreeman VS Shreemati
আসছে 'শ্রীমান V/S শ্রীমতী' (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

কলকাতা, 15 নভেম্বর: সামনের পয়লা বৈশাখেই আসছে পথিকৃৎ বসু পরিচালিত বাংলা ছবি 'শ্রীমান V/S শ্রীমতী'। ভারতের দীর্ঘমেয়াদী বিবাহ বিচ্ছেদের মামলা থেকে অনুপ্রাণিত হয়েই এই চলচ্চিত্র বলে জানিয়েছেন পরিচালক। যা প্রেম, ত্যাগ এবং পারিবারিক বন্ধনের সারমর্মকে পুনরায় সংজ্ঞায়িত করে। এসে গেল ছবির প্রথম পোস্টার।

এই ছবির হাত ধরেই প্রথমবার মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত স্ক্রিন ভাগ করে নেবেন। সঙ্গে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তনিমা সেন, মধুমিতা সরকার, অঞ্জনা বসু এবং বিশ্বনাথ বসু, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য প্রমুখ। 10 এপ্রিল ছবিটি মুক্তি পাবে বলে ইটিভি ভারতকে জানিয়েছেন পথিকৃৎ বসু। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। সংলাপ লিখেছেন অর্পণ গুপ্ত ।

পথিকৃৎ বসুর পরিচালনায় এর আগে 'শাস্ত্রী' ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী বলেছিলেন, "পথিকৃৎ গুণী। ভালো কাজ করে। নিষ্ঠা আছে। তাই ওর পরবর্তী ছবিতেও অভিনয় করতে রাজি হয়েছি আমি।"
পথিকৃৎ বলেন, "মিঠুন দা'কে নিয়ে কিছুই বলার নেই। পাশাপাশি অঞ্জন দা, অঞ্জনা দি, তনিমা দি (সেন) প্রত্যেকেই অনবদ্য। অঞ্জনা দি', মধুমিতা এবং বিশ্বনাথ দা'কে দর্শক একটু হলেও অন্যভাবে পাবে বলে মনে হয়। সত্যম, রোশনি খুব দক্ষ অভিনেতা। এঁদের সকলকে নিয়ে কাজ করা আমার কাছে একটা ট্রিট ছিল বলা যায়।"

পরিচালক আরও বলেন, "কাছের মানুষ বানানোর সময়ে আমি অ্যান্টি সুইসাইডের বার্তা দিতে চেয়েছিলাম। আর এই ছবিতে অ্যান্টি ডিভোর্সের বার্তা দিতে চাই। এখন যখন তখন যেকোনও কারণে ডিভোর্স হয়ে যায়। সিঙ্গলরা বিয়ে করতে চায়। আর বিবাহিতরা ডিভোর্স চায়। ভালোবাসা, ধৈর্য এগুলো গুরুত্ব হারাচ্ছে। এই ছবির শেষে রোম্যান্টিসিজমের ছোঁয়া আছে। অঞ্জনা দি'কে অনেকটা অচেনা লাগবে দর্শকের।"

চিত্রনাট্য কিছুটা এইরকম- এক দম্পতি তাঁদের মধ্য বয়সে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে যান। কিন্তু সাতাশ বছর পরেও তাঁরা একে অপরের থেকে বিচ্ছেদ পাননি। মামলা চলাকালীন সেই সময়ে তাঁদের মধ্যে ফের প্রেমের জন্ম দেয়। মিঠুন ও অঞ্জনা এই দম্পতির ভূমিকায়। বিবাহ বিচ্ছেদের পরে অঞ্জনার চরিত্রটি অঞ্জনের কাছে ফিরে যেতে চায়। কারণ তিনি তাঁর প্রাক্তন। কিন্তু বিচ্ছেদ না ঘটলে তা কীভাবে সম্ভব?

পাশাপাশি এই প্রজন্মেরও সমান্তরাল প্রেমের গল্প আছে ছবিতে। পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার সেই প্রজন্মের দম্পতির ভূমিকায়। সত্যম ভট্টাচার্য এবং রোশনি ভট্টাচার্য মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুর যৌবনকালের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে উপরি পাওনা হিসাবে থাকছে অঞ্জন দত্তের কণ্ঠে মিষ্টি গান।

ABOUT THE AUTHOR

...view details