ETV Bharat / entertainment

শুভ মুহূর্তে 'গৃহপ্রবেশ' শুভশ্রী-জিতুর, ছবি শেয়ার রুদ্রনীলের - SUBHASHREE JEETU GRIHA PRAVESH

ডিসেম্বরে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পাচ্ছে শুভশ্রী অভিনীত 'সন্তান' ৷ এবার তিনি ব্যস্ত নতুন আর এক ছবির শুটিংয়ে ৷ সেটের মুহূর্ত শেয়ার করলেন রুদ্রনীল ৷

Subhashree Ganguly, Jeetu Kamal Movie
শুভ মুহূর্তে 'গৃহপ্রবেশ' শুভশ্রী-জিতুর (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 15, 2024, 5:32 PM IST

Updated : Nov 15, 2024, 6:34 PM IST

কলকাতা, 15 নভেম্বর: ফ্লোরে হাজির ইন্দ্রদীপ দাশগুপ্তর বাংলা ছবি 'গৃহপ্রবেশ'। শুরু হল ছবির শুটিং ৷ শুক্রবার সকালেই সোশাল মিডিয়ায় সেটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত ৷ জানা গিয়েছে, সিনেমাটি মুক্তি পাবে 2025 সালের মাঝামাঝি সময়ে।

এদিন রুদ্রনীল সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "ফ্লোরে ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ!" ৷ সুরকার হিসেবে ইন্দ্রদীপ দাশগুপ্ত দাপিয়ে কাজ করে চলেছেন ইন্ডাস্ট্রিতে। বিচারকের আসনে রয়েছেন 'সারেগামাপা'-তে। পাশাপাশি, গত কয়েক বছরে পরিচালক হিসেবেও টলিপাড়ায় নিজের ক্যারিশ্মা বুঝিয়ে দিয়েছেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে শুভশ্রী-জিতু কমল।

ইন্দ্রদীপের পরিচালিত প্রথম ছবি ‘কেদারা’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়। মুক্তির পরেও ছবিটি নজর কাড়ে দর্শকের। বিশেষ করে, ছবির কেন্দ্রীয় চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়েক অভিনয় মনে রেখেছেন দর্শক। পরবর্তীকালে ‘বিসমিল্লা’ বা ‘আগন্তুক’ দর্শকের পছন্দ হয়। এ ছাড়াও পরিচালকের ‘উত্তরণ’ ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অঙ্কুশ হাজরার দ্বৈরথ ছিল নজরকাড়া।

ছবির বিষয়বস্তু সম্পর্কেও এখনও কোনও তথ্য জানা যায়নি। শুটিং শুরুর খবর জানিয়ে রুদ্রনীল সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ছবি দেখে মনে হচ্ছে কলকাতার কোনও জমিদার বাড়িতে হচ্ছে শুটিং ৷ উল্লেখ্য, চলতি বছর রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' ছবিতে অনবদ্য ছিলেন শুভশ্রী ৷ আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি যে দর্শকদের পছন্দ হয়েছে, তার ছাপ বোঝা গিয়েছে বক্সঅফিস দেখে ৷ এবার রাজের পরিচালনায় শুভশ্রীকে দেখা যাবে 'সন্তান' ছবিতে ৷ মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও ৷

কলকাতা, 15 নভেম্বর: ফ্লোরে হাজির ইন্দ্রদীপ দাশগুপ্তর বাংলা ছবি 'গৃহপ্রবেশ'। শুরু হল ছবির শুটিং ৷ শুক্রবার সকালেই সোশাল মিডিয়ায় সেটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত ৷ জানা গিয়েছে, সিনেমাটি মুক্তি পাবে 2025 সালের মাঝামাঝি সময়ে।

এদিন রুদ্রনীল সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "ফ্লোরে ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ!" ৷ সুরকার হিসেবে ইন্দ্রদীপ দাশগুপ্ত দাপিয়ে কাজ করে চলেছেন ইন্ডাস্ট্রিতে। বিচারকের আসনে রয়েছেন 'সারেগামাপা'-তে। পাশাপাশি, গত কয়েক বছরে পরিচালক হিসেবেও টলিপাড়ায় নিজের ক্যারিশ্মা বুঝিয়ে দিয়েছেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে শুভশ্রী-জিতু কমল।

ইন্দ্রদীপের পরিচালিত প্রথম ছবি ‘কেদারা’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়। মুক্তির পরেও ছবিটি নজর কাড়ে দর্শকের। বিশেষ করে, ছবির কেন্দ্রীয় চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়েক অভিনয় মনে রেখেছেন দর্শক। পরবর্তীকালে ‘বিসমিল্লা’ বা ‘আগন্তুক’ দর্শকের পছন্দ হয়। এ ছাড়াও পরিচালকের ‘উত্তরণ’ ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অঙ্কুশ হাজরার দ্বৈরথ ছিল নজরকাড়া।

ছবির বিষয়বস্তু সম্পর্কেও এখনও কোনও তথ্য জানা যায়নি। শুটিং শুরুর খবর জানিয়ে রুদ্রনীল সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ছবি দেখে মনে হচ্ছে কলকাতার কোনও জমিদার বাড়িতে হচ্ছে শুটিং ৷ উল্লেখ্য, চলতি বছর রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' ছবিতে অনবদ্য ছিলেন শুভশ্রী ৷ আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি যে দর্শকদের পছন্দ হয়েছে, তার ছাপ বোঝা গিয়েছে বক্সঅফিস দেখে ৷ এবার রাজের পরিচালনায় শুভশ্রীকে দেখা যাবে 'সন্তান' ছবিতে ৷ মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও ৷

Last Updated : Nov 15, 2024, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.