পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পরনে বেনারসি-মাথায় টোপর, বিয়ে নিয়ে মন খারাপ মিমির! - মিমি চক্রবর্তী

Mimi shares new post: অভিনেত্রী তথা সাংসদ মিমির নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য ৷ লাল টুকটুকে বেনারসীতে মিষ্টি মিমির মুখে বিষন্নতা ৷ নতুন কনে এক হাতে গিটার, অন্য হাতে মাইক নিয়ে কী বলতে চাইছেন?

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 12:56 AM IST

কলকাতা, 20 জুলাই:কথায় বলে "শাদি কা লাড্ডু জো খায়া বো পস্তায়া, জো নেহি খায়া বো ভি পস্তায়া"- অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন পোস্ট ঘিরে বিয়ের জল্পনা যেন এই কথারই ইঙ্গিত দিচ্ছে ৷ সোশাল মিডিয়ায় যাদবপুরের তৃণমূল সাংসদ একটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে তাঁকে দেখা যাচ্ছে পরনে লাল রঙের বেনারসী শাড়ি ৷ হাতে শাঁখা-পলা ৷ মাথায় টোপর ৷ এত পর্যন্ত বিয়ের সাজ নিয়ে সবকিছু ঠিকঠাকই ছিল ৷ কিন্তু মুখে হাসি নেই অভিনেত্রীর ৷ এক হাতে গিটার অন্যহাতে মাইক নিয়ে যেন কিছু বলতে চাইছেন মিমি ৷

ক্যাপশনে লিখেছেন, "ভাল্লাগছে না এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে, আমাদের প্রথম পোস্টারটি রইলো আপনাদের জন্যে, 28'শে জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।" বোঝাই যাচ্ছে, গায়িকা মিমির নতুন গান আসতে চলেছে সোশাল মিডিয়ায় ৷ মিমির বাঙালি লুক ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের ৷ পার্ণো মিত্র ইতিমধ্যেই বন্ধু মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ অন্যদিকে, নেটিজেনদের কেউ অভিনেত্রীর সাজের প্রশংসা করছেন। আবার কেউ জানিয়েছেন গানের অপেক্ষা শুরু এখন থেকেই ৷ কেউ লিখেছেন, "আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ৷ আমি সারা দিনই ভাল্লাগে না বলতেই থাকি ৷" আবার কেউ লিখেছেন, "আহা, ভালো না লাগার কী আছে! আমার তোমাকে বেশ ভালোই লাগছে ৷ "

উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোর আবহে মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ ৷ ছবিতে পুলিশ অফিসার সংযুক্তার চরিত্রে দেখা গিয়েছে মিমিকে ৷ তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন অভিনেত্রী ৷ মুক্তি পেয়েছে সিরিজ 'যাহা বলিব সত্য বলিব' ৷ টোট রায়চৌধুরীর বিপরীতে তাঁর অনবদ্য অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক দরবারে ৷

ABOUT THE AUTHOR

...view details