পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হারিয়ে যাওয়ার গল্প বলবেন মানসী, আসছে '5 নম্বর স্বপ্নময় লেন' - Manasi Sinha - MANASI SINHA

5 Number Swapnamoy Lane Movie Shooting: এটা আমাদের গল্প'র সাফল্যের পর পরিচালক মানসী সিনহা ব্যস্ত পরের প্রোজেক্ট নিয়ে ৷ নতুন ছবিতে অপরাজিতা আঢ্য থাকলেও শাশ্বত চট্টোপাধ্যায় আছেন কি না, বলবে সময় ৷

5 Number Swapnamoy Lane Movie
আসছে '5 নম্বর স্বপ্নময় লেন' (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 10:11 PM IST

কলকাতা, 24 জুন: অভিনেতা থেকে পরিচালক হওয়া নতুন কোনও ঘটনা নয়। সম্প্রতি এই দলে শামিল হয়েছেন মানসী সিনহা। 'এটা আমাদের গল্প'র পর ফের পরিচালনাতে মানসী সিনহা। ছবির নাম '5 নম্বর স্বপ্নময় লেন'। শুভঙ্কর মিত্রর 'ধাগা প্রোডাকশন'-এর প্রযোজনাতে আসবে এই ছবি।

তবে, শুধু এটিই নয়, একসঙ্গে চারটি ছবি নিয়ে হাজির হওয়ার ঘোষণা করেছেন শুভঙ্কর মিত্র। রয়েছে বাপ্পার পরিচালনায় 'সারাহ মিটস সাহীর', হিন্দি ছবি 'গিরগিট', রাজা ঘোষের পরিচালনায় 'চাবিওয়ালা'। ইতিমধ্যেই '5 নম্বর স্বপ্নময় লেন' এবং 'সারাহ মিটস সাহীর'-এর ছবির কাজ শুরু হয়েছে। সামনে এসেছে টিজার, পোস্টার, ফার্স্ট লুক ৷ অন্যদিকে, 'চাবিওয়ালা' এবং 'গিরগিট'-এর কাজ শেষ। খুব শীঘ্রই মুক্তি পাবে এই দুটি ছবি ৷

'5 নম্বর স্বপ্নময় লেন' ছবিটি নিয়ে পরিচালক মানসী সিনহা বলেন, "আমি সম্পর্কে খুব বিশ্বাস করি। আমি মনে করি সম্পর্কই শেষ কথা। যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হন, সেই মানুষদের প্রতি আমার মায়া হয়। সেই মানুষদের নিয়েই এই গল্প। যাঁরা একা থাকতে চান না, সেই মানুষগুলো নিয়েই এই গল্প।" উল্লেখ্য, এই ছবিতেও শাশ্বত চট্টোপাধ্যায়কে একটি বিশেষ চরিত্রে চান মানসী সিনহা । তবে, এখনও পাকাপাকি কোনও কথা তাঁদের মধ্যে হয়নি।

'5 নম্বর স্বপ্নময় লেন'-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন শুভ্র ভট্টাচার্য, সুমিত সমাদ্দার, তারিন জাহান, ফাল্গুনী চট্টোপাধ্যায়, রানা বসু ঠাকুর প্রমুখ । সুমিত সমদ্দার এই ছবির টাইটেল ট্র‍্যাক লিখেছেন।

ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতীম দাশগুপ্ত (তাজু), সিনেমাটোগ্রাফার সৌভিক বসু, সঙ্গীত পরিচালক জয় সরকার, মুখ্য সহ পরিচালক টুটুল পাল। প্রসঙ্গত, বাপ্পা পরিচালিত 'গিরগিট'-এ অভিনয় করবেন দিব্যেন্দু ভট্টাচার্য, জয় সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ডোনা মুন্সী, ইপ্সিতা চক্রবর্তী, পায়েল মুখোপাধ্যায় প্রমুখ। অন্যদিকে, রাজা ঘোষের 'চাবিওয়ালা'তে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, কৌশিক কর, মনশ্রী বিশ্বাস প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details