পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সঙ্গমে ডুব-নিজের পিণ্ড দান ! গ্ল্যামারওয়ার্ল্ড ছেড়ে সন্ন্যাসিনী মমতা, দেখুন ভিডিয়ো - MAMTA KULKARNI

তিনি কিন্নর আখড়ায় আচার্য মহামণ্ডলেশ্বর ডঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন ৷ পুরো জীবন সনাতন ধর্মের প্রচারে নিয়োগ করেন।

Mamta Kulkarni
গ্ল্যামারওয়ার্ল্ড ছেড়ে সন্ন্যাসিনী মমতা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 25, 2025, 9:57 AM IST

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 25 জানুয়ারি: মহাকুম্ভে ত্যাগের পথ বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। কিন্নর আখড়া তাঁকে মহামণ্ডলেশ্বর উপাধি দিয়েছে। সঙ্গমের তীরে আনুষ্ঠানিকভাবে নিজের এবং তাঁর পরিবারের সদস্যদের পিণ্ড দান করেন অভিনেত্রী।

তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয় কিন্নর আখড়ায় ৷ আচার্য মহামণ্ডলেশ্বর ডঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী মমতা কুলকার্নির নতুন পথের দিশারী হন ৷ এখন অভিনেত্রীর নতুন নামকরণ করা হয়েছে ৷ মমতা এখন শ্রী যমাই মমতা নন্দ গিরি নামে পরিচিত হবেন। আচার্য মহামণ্ডলেশ্বরের মতে, মমতাকে বৃন্দাবনে অবস্থিত আশ্রমের দায়িত্ব দেওয়া হবে। এখন তাঁর সমগ্র জীবন সনাতন ধর্ম প্রচারের জন্য নিবেদিত হবে।

দীক্ষা গ্রহণ মমতা কুলকার্নির (ইটিভি ভারত)

মমতা বলেন, "যিনি ভক্তগুরু লক্ষ্মী নারায়ণকে বেছে নিয়েছি ৷ আজ মহাশক্তির আদেশ পেয়েছি ৷ এই নির্দেশ আমি পেয়েছি ৷ আমি সৌভাগ্যবান একজন অর্ধনারীশ্বরের হাত ধরে আমার অভিষেক হচ্ছে ৷ আমি 2000 সাল থেকে তপস্যা শুরু করেছি ৷ দেখতে দেখতে 23 বছর হয়ে গিয়েছে ৷ মহামণ্ডেলশ্বর পদের জন্য আমার অনেক পরীক্ষা নেওয়া হয়েছে ৷ ধ্যান-তপ করে চলেছি ৷ পরীক্ষায় পাশ করেছি তারপরেই এই পদ আমি পেয়েছি ৷"

হতাশ অনুরাগীদের বিষয়ে মমতা বলেন, "আমার অনুরাগীরা এই বিষয়ে রেগে গিয়েছেন ৷ সকলেই ভেবেছিলেন আমি বলিউডে কামব্যাক করব ৷ কিন্তু যেমন ভগবানের ইচ্ছা তেমনটাই করতে হবে ৷ মহাকালের ইচ্ছার আগে কারোর ক্ষমতা থাকে না ৷ উনিই পরম ব্রহ্ম ৷"

লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী বলেন, "মমতা কুলকার্নি এবং জুনা আখড়ার মহিলা মহামণ্ডলেশ্বর গত রাতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সনাতন ধর্মের প্রতি তাঁর গভীর বিশ্বাস রয়েছে। তিনি পূর্বে জুনা আখড়ার একজন মহামণ্ডলেশ্বরের সঙ্গেও যুক্ত ছিলেন, কিন্তু তাঁর দেহ ত্যাগ করার পর, তিনি আবার সনাতনের পথে জুনা আখড়ার সঙ্গে এগিয়ে যেতে চেয়েছিলেন। সনাতনের প্রতি তাঁর ঝোঁক দেখে আমি তাঁকে মহামণ্ডলেশ্বর করার সিদ্ধান্ত নিই। তিনি একজন অভিনেত্রী ৷ কিন্তু তারপরেও যে নিষ্ঠার সঙ্গে তিনি সনাতনের সেবা করার চেষ্টা করছেন, তার ভিত্তিতেই এই পদে মমতাকে নিযুক্ত করা হয়েছে ৷"

নব্বইয়ের দশকের বিখ্যাত অভিনেত্রী মমতা কুলকার্নি। কিন্নর আখড়া মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর বানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিন্নর আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী নিজেই। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সনাতন ধর্মে বিশ্বাসী অভিনেত্রী মমতা কুলকার্নি এখন থেকে শ্রী যমাই মমতা নন্দ গিরি নামে পরিচিত হবেন। সঙ্গম তীরে চুল কেটে নিজের ও পরিবারের পিণ্ড দান করে নতুন পথের যাত্রী হলেন মমতা ৷ এরপর তিনি বিশ্বনাথ মন্দির এবং অযোধ্যাও পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

মমতা কুলকার্নি (ইটিভি ভারত)

মমতা কুলকার্নি বহু বছর নিখোঁজ ছিলেন। প্রায় 25 বছর পর, তিনি মায়ানগরী মুম্বইয়ে ফেরেন। বড় মাদক মাফিয়ার চক্রের সঙ্গে নাম জড়ায় মমতার ৷ তারপর তিনি ভারত ছাড়েন ৷ সম্প্রতি মাদক মামলায় তিনি ক্লিনচিটও পেয়েছেন। এরপর তিনি সনাতনে ধর্মের প্রতি আস্থা রাখেন ও নিজের জীবন উৎসর্গ করেন জনসেবায় ৷

ABOUT THE AUTHOR

...view details