কলকাতা, 16 ডিসেম্বর: টলিপাড়ায় ফের বিয়ের খবর। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রথম ধাপে অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। পেশায় ডাক্তার তথা পরিচালক রুদ্রজিৎ রায়ের সঙ্গে রবিবারের সন্ধ্যায় পার্কস্ট্রিটের এক লাউঞ্জে একগেজমেন্ট পর্ব সারলেন দু'জনে। বিশেষ দিনে ম্যাচিং করে দুজনের পরনেই ছিল সাদা রঙের পোশাক। আইনি মতে বিয়ের পর মন্ত্রোচ্চারণের মাধ্যমেও চার হাত মিলিয়ে দেওয়া হয় এদিন।
মল্লিকা বলেন, "আমাদের দুজনের এক বছরের পরিচয় ৷ রুদ্র চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নেব। তাই এক বছরের মাথায় রেজিস্ট্রিটা সেরে ফেললাম। পরের বছরের শুরুতেই আশা করি বিয়েটাও সেরে ফেলব। এরকমই পরিকল্পনা আমাদের ৷ আমাদের এবং ওঁদের বাড়ির লোকজনেরা এসেছেন। আমাদের অনেক বন্ধু বান্ধব এসেছেন। নিজেদের কাজ শেষ করে ঠিক এসেছেন তাঁরা। আমরা খুব খুশি।"
মল্লিকা এদিন ইটিভি ভারতকে আরও জানান, "আমরা আজ একে অপরকে প্রতিশ্রুতি দিলাম । আমি বললাম, তোমাকে অনেক ভালোবাসব আর জ্বালাব। আর রুদ্র বলেছে, আমিও তোমাকে অনেকটা ভালোবাসব। আর তোমার জ্বালানোটা সহ্য করব।"
প্রসঙ্গত, মল্লিকা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেত্রী। নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই সমান সাবলীল তিনি। এই মুহূর্তে 'দুই শালিক' ধারাবাহিকে নেগেটিভ রোলে রয়েছেন মল্লিকা। রয়েছে 'গীতা এল এল বি'-তেও ৷ এ ছাড়াও 'তুঁতে', 'সাহেবের চিঠি'-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। 'সাদা রঙের পৃথিবী' ছবিতেও তাঁর অভিনয় সাড়া ফেলেছে।
মল্লিকা এবং রুদ্রজিতের এনগেজমেন্টে সেরেমনিতে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য সরকার থেকে শুরু করে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়, পরিচালক মনোজিৎ মজুমদার, অভিনেত্রী অলোকানন্দা গুহ, মধুপ্রিয়া চৌধুরী-সহ আরও অনেকে। মেয়েকে সঙ্গে নিয়ে এদিন নাচতেও দেখা গেল মল্লিকাকে।