মুম্বই, 3 জুলাই: নাগ অশ্বিনের 'কল্কি 2898 এডি'-তে অশ্বত্থামা চরিত্রে দেখা গিয়েছে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে ৷ এই চরিত্রের জন্য তাঁর মধ্যে যে বিশাল রূপান্তর আনা হয়েছে, তার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা ৷ বিগ বি-র এই নাটকীয় পরিবর্তনের প্রকৃত কাহিনি তুলে ধরতে সোশাল মিডিয়ায় বেশ কয়েকজন মেক-আপ শিল্পী পর্দার পিছনের ছবি পোস্ট করেছেন ৷
দা মেকআপ ল্যাবের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলিউডের শাহেনশার একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, "দেখুন অমিতাভ বচ্চন স্যারের অশ্বত্থামাতে রূপান্তর: একটি কালজয়ী কিংবদন্তি একজন কিংবদন্তি অভিনেতার দ্বারা জীবিত হয়েছে ।"
দিনকয়েক আগে আর এক মেক-আপ শিল্পী করণদীপ সিংও 'কল্কি 2898 এডি'-এর সেট থেকে কিছু ছবি শেয়ার করেছেন । তিনি লেখেন, "কল্কির পুরো টিমকে অভিনন্দন, একটি বিস্ফোরক উদ্বোধনের জন্য । আমরা আশা করি আপনারা সকলেই স্যার অমিতাভ বচ্চনের লুক পছন্দ করেছেন, প্রীতিশীলের ডিজাইন করা এবং আমার দ্বারা সঞ্চালিত মেকআপ সেট । এখানে তাঁর লুক এবং পিছনের কিছু বিশদ দৃশ্য রয়েছে ।"
এদিকে, বুধবারই স্ত্রী দীপিকা পাড়ুকোন-সহ পুরো কল্কি টিমের প্রশংসা করে ছবিটির রিভিউ পোস্ট করেছেন রণবীর সিং । তিনি লেখেন, "কল্কি 2898 এডি - একটি দুর্দান্ত সিনেমাটিক দর্শনীয় ছবি ! এটাই বড় পর্দার সিনেমার কথা ! প্রযুক্তিগত কার্য সম্পাদনে একটি অভূতপূর্ব স্তরের সূক্ষ্মতা । ভারতীয় সিনেমার সবচেয়ে সেরা ।"
পরিচালক নাগ অশ্বিনকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, "নাগি স্যার ও টিমকে অভিনন্দন ! " তাঁর প্রশংসায় প্রভাসের পাশাপাশি উঠে এসেছে কমল হাসানের কথাও ৷ তিনি লেখেন, "বিদ্রোহী তারকা রকস ! প্রভাস ও চিরকালের সর্বোচ্চ কমল হাসান।" অমিতাভ বচ্চনের প্রসঙ্গে বলতে গিয়ে রণবীর লিখেছেন, "এবং আপনি যদি আমার মতো অমিতাভ বচ্চন ভক্ত হন...তাহলে আপনি এটি মিস করতে পারবেন না !"
স্ত্রী দীপিকার সুমতি চরিত্রেরও ভূয়সী প্রশংসা করেছেন রণবীর সিং ৷ তিনি লিখেছেন, "আমার বেবি দীপিকা...তুমি তোমার করুণা ও মর্যাদার সঙ্গে প্রতি মুহূর্তকে উন্নীত করেছো । এমন মায়া, এমন কবিতা, এমন শক্তি । তুমি তুলনার বাইরে । আমি তোমাকে ভালোবাসি ।"
'কলকি 2898 এডি' মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তরা এবং চলচ্চিত্র শিল্পের মানুষেরা ছবিটির কাস্ট এবং গোটা টিমকে কুর্নিশ জানিয়েছেন ৷ রবিবার রাতে বিগ বি তাঁর ছেলে অভিষেক এবং বন্ধুদের সঙ্গে নিজের ছবি দেখতে যান প্রেক্ষাগৃহে ৷ তাঁর ব্লগে তিনি অভিষেক এবং বন্ধুদের সঙ্গে কল্কি দেখার একাধিক ছবি শেয়ার করেছেন । (এএনআই)