হায়দরাবাদ, 29 এপ্রিল: মানবিকতা, ভীষণ মাটির মানুষ, খুব তাড়াতাড়ি আপন করে নেন... ইত্যাদি নানা বিশেষণ প্রত্যেক অভিনেতা-শিল্পীর মুখে শোনা যায়, যখনই তাঁরা অরিজিৎ সিং-এর সান্নিধ্যে আসেন ৷ ব্যতিক্রম হলেন না পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানও ৷ অরিজিৎ সিং-এর গানের পাশাপাশি তাঁর ব্যবহার মুগ্ধ করল 'রইস' অভিনেত্রীকে ৷
কী অনুভূতি হয়েছিল মাহিরার? সোশাল মিডিয়ায় ব্যক্ত করলেন শাহরুখ খানের অভিনেত্রী ৷ এই তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে দেখা যায়, অনুষ্ঠানে তিনি কাছের মানুষদের সঙ্গে কীভাবে অরিজিৎ সিংয়ের মিউজিক কনসার্ট উপভোগ করেছেন ৷ তুলে ধরেন মঞ্চে কীভাবে অরিজিৎ সিং তাঁর কথা বলেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "কী দারুণ মুহূর্ত! এই ধরনের শিল্পীর অনুষ্ঠান দেখার অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত ৷ আনন্দে আবর্তিত, ভালোবাসায় ঘেরা ৷ শিল্পীর মধ্যে মানবতার ছোঁয়া এক অনন্য নজিরের সৃষ্টি করে ৷ এভাবেই তিনি আসলে বুঝিয়ে দেন, শিল্পী সত্তায় তাঁর কোনও ভূমিকা নেই ৷ তিনি ঈশ্বরের আশীর্বাদধন্য মাত্র ৷"
রবিবার সোশাল মিডিয়ায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ শাহজাদি সিপরা নামের এক ইউজার সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন ৷ সেখানেই দেখা যায়, দুবাইয়ে মিউজিক কনসার্টে ভিড়ের মধ্যে সামনের দর্শকাসনে রয়েছেন হামসফর অভিনেত্রী মাহিরা ৷ গান করতে করতে প্রথম দিকে তাঁকে চিনতে পারেন না অরিজিৎ ৷ তারপরেই বুঝতে পারেন কোথায় দেখা হয়েছিল তাঁদের ৷ খোলামঞ্চে তখন অরিজিৎ স্বীকার করেন নিজের ভুল ৷ সকলকে অবাক করে দিয়ে প্রথম দেখাতেই মাহিরা খানকে চিনতে না পারার জন্য ক্ষমাও চান ৷ এরপরেই বড় স্ক্রিনে ভেসে ওঠেন মাহিরা ৷ দর্শকদের দেখে হাতও নাড়েন তিনি ৷ এই ভিডিয়ো মন জয় করে নেয় অনুরাগীদের ৷
উল্লেখ্য, 2017 সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত 'রইস' ৷ ছবিতে শাহরুখ খানের বিপরীতে কাজ করে প্রথমবার বলিউডে পা রাখেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৷ 2023 সালের অক্টোবরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন পাকিস্তানের ব্যবসায়ী সালিম করিমকে ৷ অন্যদিকে নেটফ্লিক্স সিরিজ 'জো বাঁচে সঙ্গ সামেট লো' ও একটি নাম ঠিক না হওয়া ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেই ওঠে গুঞ্জন ৷ শোনা যায় দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা ৷ সেই কারণেই বিভিন্ন কাজ থেকে সরে আসছেন তিনি ৷ মূলত, ভারতের পাশাপাশি, পাকিস্তানেও জনপ্রিয় মাহিরা খান ৷ 'হামসফর', 'বিন রোয়ে', 'রাজিয়া'-র মতো ছবি ও সিরিজ উপহার দিয়েছেন মাহিরা ৷