পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও - লতা মঙ্গেশকর

Lata Mangeshkar With Asha Bhosle Songs: গানের জগতে দুই স্বনামধন্য ব্যক্তিত্ব লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে ৷ দুই বোনের সঙ্গীত জীবনের পাশাপাশি, তাঁদের প্রতিদ্বন্দিতা নিয়েও অনেক কথা উঠে আসে ৷ অথচ দুই বোন মিলেই সঙ্গীত জগতে উপহার দিয়েছেন একাধিক সুপারহিট গান ৷ রইল তারই কিছু ঝলক ৷

Etv Bharat
সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 10:21 AM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: আজকের দিনে নক্ষত্রদের দেশে পাড়ি দিয়েছিলেন 'কুইন অফ মেলোডি' লতা মঙ্গেশকর ৷ ভারতরত্নপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ, হেমন্ত মুখোপাধ্যায়, উদিত নারায়ণ, অভিজিৎ থেকে শুরু করে ডুয়েট গেয়েছেন গীতা দত্ত, সুরাইয়া ও দুই বোন উষা মঙ্গেশকর-আশা ভোঁসলের সঙ্গে ৷ 'উৎসব' ছবির গান 'মন কিঁউ বহেকা' গানের কথা অনেকেই জানেন, যে সেটি লতা-আশা ডুয়েট ছিল ৷ কিন্তু এর বাইরেও রয়েছে বেশ কিছু গান ৷ লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে চলুন আর একবার সেই স্মৃতি ঝালিয়ে নেওয়া যাক ৷

মন কিঁউ বহেকা রে বহেকা (1985)- গিরীশ কারনাড পরিচালিত এরোটিক ড্রামা 'উৎসব' অনেকেই দেখেছেন ৷ শশী কাপুর প্রযোজিত-অভিনীত এই ছবিতে শঙ্গর নাগ, রেখা, অনুরাধা পটেলকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ ছবির সুরকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যায়ারেলাল ৷ এই ছবিতে বসন্ত দেবের লেখা 'মন কিঁউ বহেকা' গানটিতে লতা-আশার সুরেলা সফর আজও মাতিয়ে দেয় শ্রোতাদের ৷

দিদি লতার মঙ্গেশকরের সঙ্গে আশা ভোঁসলে এক অনুষ্ঠানে

পাকে আকেলি মোহে ছেড় (1981)- শোনা যায়, সঙ্গীত জগতে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলেকে একসঙ্গে ব্যালান্স করা খুব সহজ কাজ ছিল না ৷ ফলে সুরকার আর.ডি বর্মন খুব সতর্কভাবেই দুই বোনকে একসঙ্গে নিয়ে তাঁর ছবির জন্য গান করিয়েছিলেন ৷ শোনা যায়, প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা, দুই বোন 'জেল যাত্রা' ছবির এই গান নাকি দারুণ মজা করেই গেয়েছিলেন ৷

জব জব তুমহে ভুলায়া তুম (1964)- মদনমোহন ও লতা মঙ্গেশকরের জুটি যে সঙ্গীত জগতে অনবদ্য, তা বলার অপেক্ষা রাখে না ৷ তবে বিনোদ কুমার পরিচালিত 'জাহান আরা' ছবিতে সুরকার মদন মোহন লতার সঙ্গে গানের সুযোগ দেন আশা ভোঁসলেকেও ৷ দুই বোন অনুরাগীদের উপহার দিলেন এক মাস্টারপিস গান ৷

মঙ্গেশকর পরিবারের চার বোন একসঙ্গে

কই আয়েগা আয়েগা (1962)- সুরেলা সফরে একাধিকবার শঙ্কর-জয়কিষাণ লতা মঙ্গেশকর-আশা ভোঁসলে গান করিয়েছেন একসঙ্গে ৷ 'চোরিচোরি' ছবির 'মন ভাবন কে ঘর' থেকে শুরু করে 'জনবার' ছবিতে 'আঁখো আঁখো মে' গানে শ্রোতারা পেয়েছেন লতা-আশা ডুয়েটকে ৷ লেখ ট্যান্ডন পরিচালিত শাম্মি কাপুর, কল্পনা অভিনীত 'প্রফেসর' ছবিতে এই গান অনবদ্য আজও ৷

লতা মঙ্গেশকর ও তাঁর বোনেরা

জিস দেশ ম্যায় গঙ্গা বহেতি হ্যায় (1960)- রাধু কর্মকার পরিচালিত রাজ কাপুর, পদ্মিনী, প্রাণ অভিনীত সুপারহিট ছবি 'জিস দেশ ম্যায় গঙ্গা বহতি হ্যায়' ৷ জানা যায়, অভিনেতা রাজ কাপুর ছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠের বড় অনুরাগী ৷ ফলে তাঁর ছবির প্রতিটি গানেই থাকতেন লতা মঙ্গেশকর ৷ তবে এই ছবিতে সুরকার শঙ্কর-জয়কিষাণ লতার সঙ্গে গান করার আশা ভোঁসলেকেও ৷ 'ক্যায়া হুয়া ইয়ে মুঝে' ডান্স নাম্বারে কন্ঠ দেন দুই বোন লতা-আশা ৷

আরও পড়ুন:

1. 'নাম গুম জায়েগা...', লতার কণ্ঠে মুগ্ধ আপামর দেশবাসী; মৃত্যুবার্ষিকীতে সুরসম্রাজ্ঞীকে প্রণাম

2.জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ মহাদেবনের, অভিনন্দন মোদির

3.আধ্যাত্মিক গানে হাজির শিবভক্ত অক্ষয়, স্মরণ করলেন মহাদেবকে

ABOUT THE AUTHOR

...view details