পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'16 পাতা' নাটক নিয়ে মঞ্চে ফিরছে 'হিপোক্রিটস', কবে-কোথায় দেখবেন? - Hippocrates play In Kolkata

play '16 pages': ছ’বছর পর মঞ্চে ফিরছে কলকাতার জনপ্রিয় নাট্যদল হিপোক্রিটস। 2019 সালে শেষ মঞ্চস্থ হয় '১৬ পাতা'। মোহিত চট্টোপাধ্যায়ের নাটক অবলম্বনে এই প্রযোজনা মঞ্চস্থ হতে চলেছে ।

play '16 pages'
মঞ্চে ফিরছে জনপ্রিয় নাট্যদল হিপোক্রিটস (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 28, 2024, 11:59 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: দীর্ঘ ছ’বছর পর মঞ্চে ফিরছে কলকাতার জনপ্রিয় নাট্যদল হিপোক্রিটস। আরও একবার মঞ্চস্থ হতে চলেছে তাদের জনপ্রিয় নাটক '16 পাতা'। 2019 সালে শেষ মঞ্চস্থ হয় '১৬ পাতা'। আজ এত বছর বাদে ফের সেই নাটক দর্শক দরবারে। 29 সেপ্টেম্বর জ্ঞানমঞ্চে মঞ্চস্থ হতে চলেছে 'হিপোক্রিটস'-এর 27তম প্রযোজনা '16 পাতা'। মোহিত চট্টোপাধ্যায়ের নাটক অবলম্বনে এই প্রযোজনা মঞ্চস্থ হতে চলেছে ।

লেখক এই নাটকে প্রচলিত সবকিছুর বাইরে গিয়ে দেখার কথা বলেন। তাই '16 পাতা' নাটকে কোনও নির্দিষ্ট স্থান, কাল, পাত্র কিছুই নেই। কখনও একমুখো বিদ্রূপ তো কখনও প্রলাপ আবার কখনও নির্ভেজাল কিছু সত্য বা কখনও এক লেখক ও তার বন্ধুর মধ্যে নিছক কথোপকথন সমসাময়িক সমাজের আয়নায় সমাজটাকে প্রতিফলিত করেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সুস্নাত ভট্টাচার্য, অনিন্দ সাঁই, অর্চিতা চক্রবর্তী।

আলো করেছেন সৈকত মান্না, শান্তনু ঘোষ। মঞ্চ কারিগরীতে রাহুল ও স্বাধীন। আবহে অর্ণব দাস, নীলাদ্রি সাউ। মঞ্চ নির্মাণ করবেন অজিত রায়। দর্শকদের অনুরোধেই ফের মঞ্চে ফিরছে এই জনপ্রিয় নাটক। টিকিট পাওয়া যাচ্ছে থার্ড বেল থেকে। 'হিপোক্রিটস'-এর অন্যান্য প্রযোজনাগুলির মধ্যে অন্যতম 'চেয়ারস', 'কন্ডিশন অ্যাপ্লাই', 'গডস টয়লেট', 'আমরা বাঙালি জাতি', 'প্রিয়া ক্যাফে', 'ভজ গৌরাঙ্গ কথা', 'মিডিয়া', 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট', 'তবে তাই'। এর আগে গত বছর 19 ফেব্রুয়ারি জ্ঞানমঞ্চে মঞ্চস্থ হয়েছে 'তবে তাই' নাটকটি ৷ ‘তবে তাই’ নাটকটি লুইগি পিরান্ডেলোর লেখা ‘রাইট ইউ আর (ইফ ইউ থিঙ্ক সো)’ থেকে অনুবাদ করা হয়েছে । অনুবাদ করেন 'মন্দার' ওয়েব সিরিজ, 'বল্লভপুরের রূপকথা'-র মতো ছবির চিত্রনাট্যকার প্রতীক দত্ত ।

ABOUT THE AUTHOR

...view details