কলকাতা, 1 এপ্রিল:এ বার দুর্ঘটনার কবলে পড়লেন পর্দার গোয়েন্দা মিতিন মাসি ৷ অর্থাৎ কোয়েল মল্লিক । রিলে নয়, বাস্তবে ৷ খুনির সন্ধান করতে গিয়ে শুটিঙের সেটেই তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর টলিপাড়ায় । দেরি না-করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই চোট পেয়েছেন তিনি । এই ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে । যার জন্য বেশ ভালো রকমের অনুশীলন করেছেন কোয়েল ৷ রবিবার নেপালগঞ্জে চলছিল এই ছবির শুটিং ৷ সেখানেই তিনি আহত হন বলে জানা গিয়েছে ৷
অভিনেত্রী কোয়েল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শুটিং সেটে চোট পাওয়ার পরই বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে ৷ এক্স রে-তে ধরা পড়ে হাত ভেঙেছে তাঁর । এরপর তাঁর হাতে প্লাস্টার করানো হয় ৷ আপাতত বিশ্রামেই থাকবেন তিনি ৷
উল্লেখ্য, এর আগের বার তিনি যে হাতে চোট পেয়েছিলেন, এ বারও সেই হাতেই চোট পেয়েছেন অভিনেত্রী । তাঁর পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন কোয়েল ৷ অরিন্দম শীল পরিচালিত এই ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ হাতের ব্যাথা কমলে শুটিংয়ে যেতে পারবেন কোয়েল ৷ সম্প্রতি বেঙ্গলি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন কোয়েল মল্লিক । ব্যস্ত ছিলেন 'মিতিন মাসি'র ফ্র্যাঞ্চাইজি নিয়ে । তার মাঝেই ছন্দপতন ।
প্রসঙ্গত, এ বারের মিতিন মাসির ছবি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের 'মেঘের পরে মেঘ' গল্প অবলম্বনে । ছবির নাম রাখা হয়েছে 'একটি খুনির সন্ধানে'। কোয়েল মল্লিক ছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।
আরও পড়ুন:
- মগজাস্ত্রের পাশাপাশি জমিয়ে অ্যাকশন! ট্রেলারে ডাবল ধামাকা নিয়ে হাজির কোয়েল
- নতুন অ্যাডভেঞ্চারে রওনা দিলেন পর্দার 'মিতিন মাসি'
- চোরা শিকারের তদন্তে মিতিন মাসি, মুক্তি পেল টিজার