হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: আমির খানের 'ড্রিম প্রজেক্ট' ছিল 'লাল সিং চাড্ডা' ৷ তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই ছবিটি ৷ কমিক ড্রামা 'লাল সিং চাড্ডা' সহ-প্রযোজনা করেছিলেন কিরণ রাও ৷ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় 'মিস্টার পারফেক্টশনিস্টে'র কী প্রতিক্রিয়া ছিল ? একটি সাক্ষাৎকারে জানালেন প্রাক্তন আমির-ঘরণি ৷
2022 সালে মুক্তি পায় 'লাল সিং চাড্ডা' ছবিটি ৷ এই ছবিতে জুটি বাঁধেন আমির খান এবং করিনা কাপুর খান ৷ তা সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ হয় ছবিটি ৷ কিরণ রাও বলেন, "এটা সত্যিই হতাশাজনক ৷ যখন আপনি সমস্ত প্রচেষ্টা করেন এবং কিন্তু তা সত্ত্বেও প্রচেষ্টা কোনও কাজে আসে না ৷ লাল সিং চাড্ডার ক্ষেত্রেও তাই ঘটেছিল ৷ এই ছবির ব্যর্থতা অবশ্যই আমিরকে বেশ গভীরভাবে প্রভাবিত করেছিল ।" প্রযোজক জানান, ছবিটি সমালোচিত হওয়ায় শুধু আমির নয়, বাকি কলাকুশলীদের উপরও তার প্রভাব পড়ে ৷
আমিরের কাছে 'লাল সিং চাড্ডা' ছবির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে কিরণ জানান, এটি আমির খানের 'ড্রিম প্রজেক্ট' ছিল । কিন্তু ছবিটি বক্স অফিসে না চলায় অত্যন্ত বিরক্ত হয়েছিলেন আমির । সোশাল মিডিয়াতে কিছু ভালো প্রতিক্রিয়া মিললেও কিরণ স্বীকার করে নেন যে, ছবিটি শেষ পর্যন্ত মানুষের মন জয় করতে পারেনি ৷