পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রথম সন্তানের অপেক্ষায় 'দীপবীর', সহকর্মীদের শুভেচ্ছায় ভাসলেন সেলেব জুটি - karan johar Priyanka Chopra

Parents to be Deepika Padukone and Ranveer Singh: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ৷ পাল্টাতে চলেছে দীপ-বীরের জীবন ৷ বৃহস্পতিবার খুশির খবর সামনে আসতে করণ জহর থেকে গৌরী খান, নতুন অধ্যায়ের সূচনায় শুভেচ্ছা জানান ৷

Etv Bharat
মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, শুভেচ্ছা তারকাদের

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 1:16 PM IST

মুম্বই, 29 ফেব্রুয়ারি: জল্পনায় সিলমোহর দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ অন্তঃসত্ত্বা অভিনেত্রী, সেপ্টেম্বরেই যুগলের কোল আলো করে আসছে সন্তান ৷ বৃহস্পতিবার সকালে অনুরাগীদের সুখবর শোনান 'দীপবীর' ৷ সেলেব যুগলের এই ঘোষণায় খুশি বলিউডের অন্যান্য তারকারাও ৷ সোশাল মিডিয়ায় পোস্ট সামনে আসতেই বয়ে গিয়েছে শুভেচ্ছা বন্যা ৷ প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, অভিষেক বচ্চন, অনিল কপুর থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিন্হা, সোনু সুদ, শেহনাজ গিল, বরুণ ধওয়ান, আয়ুষ্মান খুরানা সকলেই হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এদিন সকালে দীপিকা-রণবীর দুজনেই নিজেদের সোশাল অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন ৷ যেখানে দেখা যায় বাচ্চার জামা-জুতো, বেলুন ইত্যাদি ছবি রয়েছে ৷ মাঝখানে লেখা সেপ্টেম্বর 2024 ৷ অর্থাৎ, তিন মাসের অন্তঃসত্ত্বা দীপিকা ৷ তাঁদের পোস্টে একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন ৷ অভিনেত্রী কৃতি শ্যানন লেখেন, "ওএমজি ৷ দুজনেই অভিনন্দন ৷" পরিচালক করণ জোহর ইনস্টা স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা-রণবীরকে ৷ তিনি লেখেন, "অভিনন্দন সবচেয়ে সুন্দর জুটিকে ৷ ঘুম থেকে উঠে দারুণ খবর পেলাম ৷ আশীর্বাদ ও শুভেচ্ছা সব সময় ৷" অন্যদিকে, সদ্য বাবা হওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও ৷ স্ত্রী নাতাশার সঙ্গে ছবি দিয়ে নিজেদের পরিবারে খুদে সদস্যের আগমন বার্তা সোশাল মিডিয়ায় জানিয়েছেন 'অক্টোবর' অভিনেতা ৷ তিনিও দীপিকার পোস্টে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন ৷

করণ জোহরের ইনস্টা পোস্ট

অন্যদিকে, 7 ফেব্রুয়ারি বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরও সদ্য বাবা-মা হয়েছেন ৷ তাঁদের ঘরে এসেছে পুত্র সন্তান ৷ বিক্রান্ত দীপিকার সহ-অভিনেতাও বটে ৷ তিনিও সোশাল মিডিয়ায় দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন ৷ লিখেছেন,"ওএমজিজিজিজি!!! তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা ৷" অন্যদিকে, মালতি ম্যারির মা তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনন্দন জানিয়েছেন ৷ শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুরও ৷ এছাড়া ফ্যাশন ডিজাইনার তথা অভিনেত্রী মাসাবা গুপ্তা লিখেছেন, "অভিনন্দন ৷ সবচেয়ে ভালো খবর দিয়েছ ৷" শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুরও কমেন্ট বক্সে একাধিক লাল ইমোজি ব্যবহার করেছেন ৷

অন্যদিকে অভিনেত্রী তথা সঞ্চালক নেহা ধুপিয়া লেখেন, "অভিনন্দন দুজনকই ৷ তোমাদেরকে সবথেকে সুন্দর দুনিয়ায় স্বাগত জানাই ৷" তালিকা থেকে বাদ যানি ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ও নীনা গুপ্তা, রাকুলপ্রীত সিং-ও ৷ সকলেই হবু বাবা-মাকে আাগমীর শুভেচ্ছা জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details