পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার জনপ্রিয় পরিচালকের দেহ, আত্মহত্যা না খুন? - FILMMAKER GURUPRASAD FOUND DEAD

আচমকা রবিবার ওই পরিচালকের প্রতিবেশীরা দুর্গন্ধ পান ৷ খবর দেন পুলিশে ৷ 52 বছর বয়সি পরিচালকের এমন করুণ পরিণতি হল কী করে?

FILMMAKER guruprasad death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 3, 2024, 5:27 PM IST

বেঙ্গালুরু, 3 নভেম্বর: জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের পচাগলা দেহ উদ্ধার ৷ পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন পরিচালক ৷ আর এই ঘটন জেরেই শোরগোল পড়ে গিয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ কন্নড় ছবির অতি পরিচিত এই পরিচালকের বয়স হয়েছিল মাত্র 52 বছর ৷

রবিবার বেঙ্গালুরুর মদনায়কানহল্লির নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে পরিচালকের পচাগলা মরদেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কন্নড় ছবির পরিচালক গুরুপ্রসাদ (ইটিভি ভারত)

গতকয়েকদিন ধরেই পরিচালককে বাড়ির বাইরে দেখেননি প্রতিবেশীরা। এদিন সকালে থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হলে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে পরিচালকের পচাগলা দেহ উদ্ধার করে। গুরুপ্রসাদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে সম্প্রতি, ফের বিয়ে করেছিলেন গুরুপ্রসাদ। 'মাতা', 'এদেলু মঞ্জুনাথ'-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও উঠেছিল। পুলিশের এও অনুমান, আর্থিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন ৷ বিনোদন জগত তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ ৷

আত্মহত্যা কোনও সমাধান নয়-

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

ABOUT THE AUTHOR

...view details