হায়দরাবাদ, 9 নভেম্বর: অভিনেতা তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷ অভিনেত্রী হারিয়েছেন তাঁর কাছের মানুষকে ৷ প্রয়াত হয়েছেন অভিনেত্রীর দিদিমা ইন্দ্রাণী ঠাকুর ৷ অভিনেত্রী জানিয়েছেন, কয়েকদিন আগেই বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাঁর দিদিমা ৷ এরপর তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন ৷ শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷
দিদিমা ইন্দ্রাণী ঠাকুরে প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে আবেগঘন হয়ে পড়েন কঙ্গনা ৷ তিনি লেখেন, "কাল রাত (শুক্রবার) আমার দিদা প্রয়াত হয়েছেন ৷ পরিবারে শোকের ছায়া ৷ দয়া করে আমার দিদার আত্মার শান্তি কামনা করবেন ৷"
এরপর পোস্টে তনু ওয়েডস মনু খ্যাত অভিনেত্রী জানান, তাঁর দিদিমা কত ভালো মানুষ ছিলেন ৷ তিনি লেখেন, "আমির দিদিমা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ৷ তিনি তাঁর 5 সন্তানকে সুন্দর করে মানুষ করেছেন ৷ আমার দাদুর আয় খুব বেশি ছিল না ৷ তার মধ্যেই দিদা সন্তানকে ভালো স্কুলে ভালো শিক্ষা দিয়েছেন ৷ তিনি মনে করতেন বিয়ের পরেও তাঁর মেয়েদের কাজ করা উচিত ৷"
দিদাকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী (Kangana Ranaut Instagram story) কঙ্গনা আরও লেখেন, "তাঁর ছেলে-মেয়ের প্রত্যেক্যেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে ৷ তিনি সন্তানদের জন্য গর্বিত ছিলেন ৷" দিদিমার আর একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "দিদিমার বয়স 100 বছর হলেও ছিলেন শক্তসমর্থ ৷ 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিলেন তিনি ৷ আমি তাঁর মতোই উচ্চতা, স্বাস্থ্য, মেটাবলিজম পেয়েছি ৷ তিনি বার্ধক্যবয়সেও নিজের কাজ নিজে করতেন ৷"
কঙ্গনার পোস্ট (Kangana Ranaut Instagram story) দিদার সঙ্গে কঙ্গনা (Kangana Ranaut Instagram story) শেষ আর একটি ছবি শেয়ার করে কঙ্গনা জানান, কিছুদিন আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে দিদিমা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ৷ তিনি শয্যাশায়ী হয়ে পড়েন ৷ তাঁকে ওই অবস্থায় দেখা খুব কষ্টের ছিল ৷ তিনি সবসময় কঙ্গনা ও তাঁর পরিবারের রক্তে থাকবেন ৷ পরিবারের স্মরণে দিদিমা ইন্দ্রাণী ঠাকুর সবসময় থাকবেন ৷