পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

এমন জীবনসঙ্গী লাখে একটা! ফের প্রেমে পড়তে চান কঙ্গনা - Kangana Ranaut Tanu Weds Manu 3 - KANGANA RANAUT TANU WEDS MANU 3

Kangana Ranaut triple role in Tanu weds Manu 3: 'এমারজেন্সি' বিতর্ক ভুলে নতুন ছবির কাজে হাত দিলেন কঙ্গনা রানাওয়াত ৷

Tanu weds Manu 3
ফের প্রেমে পড়তে চান কঙ্গনা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 5, 2024, 12:17 PM IST

মুম্বই, 5 অক্টোবর: বিগত একমাস ধরে এমারজেন্সি ছবির মুক্তি নিয়ে দৌঁড়ঝাপ সামলাতে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে ৷ যা গড়িয়েছে আদালত পর্যন্তও ৷ অবশেষে সিবিএফসির দাবি মেনে নেওয়ার ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় 'এমারজেন্সি' ৷ তবে সেই বিতর্ককে সরিয়ে রেখে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হতে চলেছেন বলিউড 'কুইন' ৷ কঙ্গনার হিট ফ্র্যাঞ্চাইজি 'তনু ওয়েডস মনু'র থার্ড ইন্সটলমেন্ট নিয়ে অনুরাগীদের মধ্যে চড়ছে উত্তেজনা পারদ ৷

2011 সালে মুক্তি পায় 'তনু ওয়েডস মনু' ৷ কঙ্গনা রানাওয়াত ও আর মাধবন অভিনীত ছবি দর্শক দরবারে আলোড়ন তোলে ৷ কমেডির মিশেলে অন্যরকম প্রেমকাহিনীতে মজে সিনেপ্রেমীরা ৷ এই ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার ঝুলিতে ভরেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ ছবির সাফল্য ধরে রাখে তনু ওয়েডস মনু রিটার্নস ৷

2015 সালে 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিতে টুইস্ট কঙ্গনার ৷ দ্বৈত ভূমিকায় একদিকে তনু অন্যদিকে কুসুম চরিত্রে অনবদ্য অভিনয় ৷ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক হাঁ করে গিলেছে পর্দায় কঙ্গনা-মাধবনের অভিনয় ৷ এই ছবির জন্যও কঙ্গনা সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পান ৷

এবার অপেক্ষা করছে আরও বড় চমক ৷ শোনা গিয়েছে, আনন্দ এল রাই আবারও পর্দায় ফিরিয়ে আনছেন তনু-মনু জুটিকে ৷ হিমাংশ শর্মা ইতিমধ্যেই তনু ওয়েডস মনু 3-এর প্লট তৈরি করে ফেলেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, তনু ওয়েডস মনু 3 ছবিটি শুরু হবে যেখানে তনু ওয়েডস মনু রিটার্নস শেষ হয়েছিল। তনু ওয়েডস মনু 3 রোমান্সের পাশাপাশি কমেডির একটি দুর্দান্ত স্বাদ পেতে চলেছে।

'তনু ওয়েডস মনু 3'- ও আগের দুটি পার্টের মতো পারিবারিক ড্রামা ফিল্ম হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে, 'তনু ওয়েডস মনু 3'-এর শুটিং শুরু হবে 2025 সালে ৷ তবে এখনও নির্মাতাদের তরফে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details