পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কঙ্গনার 'এমারজেন্সি' দেখলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কমল টিকিটের দাম - SPECIAL SCREENING OF EMERGENCY

মুক্তির অপেক্ষায় কঙ্গনা অভিনীত-পরিচালিত 'এমারজেন্সি' ৷ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ 17 তারিখ কমল টিকিটের দামও ৷

Kangana Ranaut hosts special screening of Emergency
কঙ্গনার 'এমারজেন্সি' দেখলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 16, 2025, 4:34 PM IST

হায়দরাবাদ, 16 জানুয়ারি: বহু বিতর্ক পেরিয়ে অবশেষে মুক্তির আলো দেখছে কঙ্গনা রানাওয়াতের 'এমারজেন্সি' ৷ বৃহস্পতিবার ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ পাশাপাশি, 17 জানুয়ারি সিনেমা লাভার্স ডে ৷ সেই দিন সিনেমার টিকিটের মূল্যও কম রাখা হয়েছে ৷ যা দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷

এদিন বান্দ্রার পিভিআর-এ সিনেমার বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল ৷ অভিনেত্রী তথা পরিচালক কঙ্গনা রানাওয়াত ও এমপি পার্টির তরফে এই স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় ৷ সেখানে সিনেমা দেখতে উপস্থিত হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

কঙ্গনাকে এদিন হাত জোড় করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা যায় ৷ কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলন্দ সুমন, মহিমা চৌধুরী অভিনীত 'এমারজেন্সি' সিনেমা নাগপুরে বিশেষ স্ক্রিনিংয়ে দেখেন ৷ সেই ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন কঙ্গনা ৷

অন্যদিকে 17 জানুয়ারি সিনেমা লাভার্স ডে ৷ এই দিন যাতে আরও বেশি সংখ্যক সিনেপ্রেমীরা হলমুখী হন সেই কারণে দারুণ উদ্যোগ ৷ অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শকরা এমারজেন্সি দেখতে পাবেন মাত্র 99 টাকায় ৷ এক্স হ্যান্ডেলে কঙ্গনা একটি পোস্ট শেয়ার করে জানান ৷ স্বভাবতই ছবি মুক্তির প্রথমদিনেই টিকিটের দাম কম হওয়ায় দর্শক হলমুখী হবে বলে মনে করছে 'এমারজেন্সি' টিম ৷

কিছুদিন আগেই অনুপম খের ও কঙ্গনা রানাওয়াত এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবি ঘিরে নানান অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ কঙ্গনা অনুপমকে 'হিরো' বলে সম্বোধন করেন ৷ পাশাপাশি তিনি জানান, অনুপম এই ছবি করতে রাজি না হলে তাহলে এমারজেন্সি তৈরি হত না ৷ উল্লেখ্য, বক্সঅফিসে বিগত বেশ কিছু সময় ধরে সাফল্যের মুখ দেখেননি কঙ্গনা ৷ এখন 'এমারজেন্সি' অভিনেত্রীর অসফলতার কাঁটা সরায় কি না, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details