পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

একমাস আগেই মুক্তি পাচ্ছে কঙ্গনার 'এমারজেন্সি', পিছিয়ে গেল জাহ্নবীর 'উলঝ' - Kangana Janhvi Movie Date Change

Kangana Ranaut- Janhvi Kapoor New Movie Release Date: বলিউডের কুইনের একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে ৷ তবে 'এমারজেন্সি' আশা জাগাচ্ছে ৷ ফলে ছবি মুক্তির তারিখ এগিয়ে আনলেন কঙ্গনা রানাওয়াত ৷ অন্যদিকে, জাহ্নবী কাপুর অভিনীত 'উলঝ' পিছলো মুক্তির তারিখ ৷

Kangana Ranaut- Janhvi Kapoor
কঙ্গনা রানাওয়াত ও জাহ্নবী কাপুর (ইটিভি ভারত)

By PTI

Published : Jun 25, 2024, 4:03 PM IST

নয়াদিল্লি, 25 জুন: লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ৷ সাংসদ হওয়ার পর অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের প্রথম ছবি মুক্তির অপেক্ষায় ৷ নভেম্বরের বদলে 'এমারজেন্সি' মুক্তি পাবে সেপ্টেম্বরে ৷ মঙ্গলবার ছবি মুক্তির নতুন তারিখ এল প্রকাশ্যে৷ অন্যদিকে, জাহ্নবী কাপুর অভিনীত 'উলঝ' ছবির মুক্তির তারিখ পিছিয়েছে ৷ সুধাংশু সারিয়া পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে না জুলাইতে ৷

জানা গিয়েছে, 24 নভেম্বরের বদলে কঙ্গনা পরিচালিত 'এমারজেন্সি' মুক্তি পাবে 6 সেপ্টেম্বর ৷ এর আগেও পলিটিক্যাল ড্রামায় ভরপুর এই ছবি মুক্তির তারিখ পিছলেও এবার এগিয়ে এসেছে ৷ ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা কঙ্গনা জানিয়েছেন, তিনি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক 'দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ' থেকে অনুপ্রাণিত হয়েছেন ৷

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি নাট্যকার-কবি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত হয়েছি ৷ এমারজেন্সি ছবির সারমর্ম হল, উচ্চাকাঙ্ক্ষা যখন নৈতিক সীমাবদ্ধতা লঙঘন করে তখন তার পরিণান ধ্বংসাত্মক হয় ৷ নিঃসন্দেহে এমারজেন্সি ভারতীয় গণতন্ত্রে সংবেদশনীল অধ্যায় ৷ আমি অধীর আগ্রহে রয়েছি গ্লোবালি 6 সেপ্টেম্বর এই ছবির মুক্তিকে ঘিরে ৷" ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে ৷

অন্যদিকে, দেশাত্মবোধক থ্রিলার ছবি 'উলঝ' 5 জুলাইয়ের পরিবর্তে মুক্তি পাবে 2 অগস্ট ৷ নির্মাতারা জানিয়েছেন, ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ বাকি থাকায় পিছিয়েছে 'উলঝ' মুক্তির তারিখ ৷ চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ ও সারিয়া ৷ সংলাপ লিখেছেন আতিকা চৌহান ৷ জাহ্নবীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, রোশান ম্যাথিউ, রাজেন্দ্র গুপ্তা ও জিতেন্দ্র জোশি-সহ আরও অনেকে ৷ অন্যদিকে, জাহ্নবী কাপুরের স্পোর্টস রোমান্টিক ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' নজর কেড়েছে দর্শকদের ৷ পাশাপাশি তেলুগু ছবিতেও হাত পাকাতে চলেছেন 'ধড়ক' অভিনেত্রী ৷ অ্যাকশনধর্মী ছবি 'দেবারা পার্ট: 1' মুক্তি পাবে 27 সেপ্টেম্বর ৷

ABOUT THE AUTHOR

...view details