হায়দরাবাদ, 27 জুন: অনুরাগীদের অপেক্ষার অবসান ৷ সেলুলয়েডের পর্দায় মুক্তি পেল মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি 'কল্কি 2898 এডি' ৷ দেশের পাশাপাশি বিদেশের মাটিতে কল্কির বক্সঅফিস কালেকশন দুদার্ন্ত ৷ এবার কল্কি ঘিরে বড় খবর এল সামনে ৷ ছবি মুক্তির প্রথম দিনেই জানিয়ে দেওয়া হল কোন ওটিটি প্ল্যাটফর্মে অনুরাগীরা দেখতে পাবেন বছরের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি ৷
জানা গিয়েছে, 600 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে 'কল্কি 2898 এডি' ৷ বক্সঅফিস কালেকশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের তরফে ডিজিটাল স্ট্রিমিং রাইটস কিনে নেওয়ায় ছবির ঝুলিতে আয় এসেছে ভালো রকম ৷ রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ছবির হিন্দি ভার্সনের স্বত্ত্ব প্রযোজকের কাছ থেকে কিনেছে 175 কোটি টাকায় ৷ পাশাপাশি, প্রাইম ভিডিয়ো দক্ষিণী ভাষায় এই ছবির স্বত্ত্ব কিনেছে প্রায় 200 কোটি টাকায় ৷