হায়দরাবাদ, 4 জুলাই:বক্স অফিসে দৌড় অব্যাহত প্রভাসের কল্কি 2898 এডি-র ৷ মুক্তি পাওয়ার মাত্র সাত দিনের মধ্যেই এই সাই-ফাই অ্যাকশন ফিল্ম বিশ্ব বক্স অফিসে 700 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ বৈজয়ন্তী মুভিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন নির্মাতারা ৷ তাঁরা জানান, দেশের বক্স অফিসে বর্তমানে কল্কির ব্যবসা 400 কোটির দোরগোড়ায় ৷
সপ্তম দিনে প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসানের এই ফিল্ম প্রায় 23.2 কোটি আয় করেছে ৷ যা মঙ্গলবারের আয়ের থেকে 14.23 শতাংশ কম । প্রথম দিনে কল্কি 2898 এডি 95.3 কোটি টাকার ব্যবসা করে ৷ দ্বিতীয় দিনে তা কমে হয় 59.3 কোটি টাকা ৷ তৃতীয় দিনের আয় ফের সামান্য বেড়ে হয় 66.2 কোটি টাকা, আর চতুর্থ দিনের আয় ছিল 88.2 কোটি টাকা । পঞ্চম এবং ষষ্ঠ দিনে নাগ অশ্বিন পরিচালিত এই ছবি যথাক্রমে 34.15 কোটি টাকা এবং 27.05 কোটি টাকা আয় করেছে। সবমিলিয়ে, ট্রেড পোর্টাল সাকনিল্কের হিসেব অনুযায়ী, ভারতে এই ছবির মোট বক্স অফিস প্রাপ্তি প্রায় 393.4 কোটি টাকা ৷
ছবিটির অসাধারণ বক্স অফিস দৌড়ে প্রতিক্রিয়া জানিয়ে নাগ অশ্বিন প্রভাসের পর্দার পিছনের একটি ছবি পোস্ট করেছেন এবং চলচ্চিত্রের সাফল্যের জন্য তেলুগু অভিনেতার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । নাগ অশ্বিন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এখানে ক্যাজুয়ালি বসে থাকা লোকটি নিরপেক্ষভাবে এই যুগের সবচেয়ে বড় বক্স অফিস তারকা…তিনি আমাদের প্রযোজনাকে আমরা যা করেছি, তা করার আত্মবিশ্বাস দিয়েছেন, আমি যা করেছি তা আমাকে করার স্বাধীনতা দিয়েছেন তিনি…এবং অনেক বুদ্ধিমান ইনপুটগুলি ফিল্মটিতে নতুন দিশা দিয়েছে...সবার প্রিয়, আমাদের ভৈরব এবং এখন বিশ্বের কাছে কে ৷"
নাগ অশ্নিন দ্বারা রচিত এবং পরিচালিত চলচ্চিত্রটি একটি বাউন্টি হান্টারকে কেন্দ্র করে তৈরি, যে চরিত্রে প্রভাস অভিনয় করেছেন ৷ তিনি সুপ্রিম ইয়াসকিন অর্থাৎ কমল হাসান দ্বারা পরিচালিত কমপ্লেক্সে জনপ্রিয় হওয়ার চেষ্টায় রয়েছেন ৷ প্রভাস ছাড়াও মূল ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দিশা পাটানি । বিজয় দেবরাকোন্ডা, দালকের সলমন, রাম গোপাল ভার্মা, মালবিকা নায়ার, ম্রুণাল ঠাকুর এবং আন্না বেন ক্যামিয়ো চরিত্রে উপস্থিত ছিলেন ৷ বর্তমানে আইএমডি-এ-তে কল্কির রেটিং - 8/10 ৷