পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আরও কমল আয়, 1000 কোটিতে কি পৌঁছবে কল্কি ? - Kalki 2898 AD BO Day 14 - KALKI 2898 AD BO DAY 14

Kalki 2898 AD Box Office Day 14: প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের কল্কি 2898 এডি 27 জুন মুক্তির পর থেকে এখনও পর্যন্ত দেশে 536 কোটি টাকা আয় করেছে । তবে, ছবিটির 14তম দিনের সংগ্রহ আগের থেকে অনেকটাই কমে গিয়েছে ।

ETV BHARAT
কল্কির আয় আরও কমল (ছবি: ইনস্টাগ্রাম)

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 1:24 PM IST

হায়দরাবাদ, 11 জুলাই:দুই সপ্তাহ হল প্রেক্ষাগৃহে চলছে কল্কি 2898 এডি ৷ এতদিন বক্স অফিসে চালিয়ে ব্যাট করলেও দেশের মাটিতে সম্প্রতি নামতে শুরু করেছে প্রভাসের ফিল্মের আয়ের গ্রাফ ৷ 14তম দিনে ভারতে 7.5 কোটি টাকা আয় হয়েছে নাগ অশ্বিনের ছবি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট বলছে যে, দেশে কল্কি 2898 এডি-র মোট আয় এখনও পর্যন্ত 536.75 কোটি টাকা ।

মুক্তির পর দ্বিতীয় সোমবার আয়ের গ্রাফ প্রায় 75% নেমে গিয়েছিল ৷ ফলে সেদিন কল্কির সংগ্রহ ছিল 10.4 কোটি টাকা ৷ মঙ্গলবার তা একক ডিজিটে নেমে আসে ৷ এই ছবির আয় মঙ্গলবারের থেকে বুধবার আরও 14 শতাংশ হ্রাস পেয়েছে । বহুভাষিক চলচ্চিত্রটি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়লম ভাষায় মুক্তি পায় ।

14তম দিনে সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছে হিন্দি সংস্করণ ৷ তেলুগু সংস্করণ 14তম দিনে 1.7 কোটি টাকা উপার্জন করেছে ৷ সেখানে হিন্দি সংস্করণটি এদিন 4.75 কোটি টাকা আয় করেছে । এই ছবির তেলুগু এবং হিন্দি সংস্করণের এখনও পর্যন্ত মোট আয় যথাক্রমে 252.1 কোটি এবং 229.05 কোটি টাকা ৷

মুক্তির পর একাদশতম দিনে চলচ্চিত্রটির প্রযোজক বৈজয়ন্তী ফিল্মস ঘোষণা করে যে, এই ছবি বিশ্বব্যাপী 900 কোটি টাকা আয় করেছে । 2023 সালে রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা-পরিচালিত ফিল্ম অ্যানিমাল বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল ৷ এই ছবির আয় করেছিল 915 কোটি টাকা । তবে এখন কল্কি 2898 এডি সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ।

শাহরুখ খান অভিনীত জওয়ান (1160 কোটি রুপি) এবং পাঠান (1055 কোটি রুপি) এর সঙ্গে, অ্যানিম্যাল ছিল 2023 সালের তিনটি গ্লোবাল হিটের মধ্যে অন্যতম । তবে, প্রভাসের জন্য কল্কি 2898 এডি এখনও পর্যন্ত তাঁর দ্বিতীয় বৃহত্তম হিট । এর আগে, এসএস রাজামৌলীর বাহুবলী 2, এখনও তাঁর সেরা হিট ৷ এই ছবি 2017 সালে বিশ্বব্যাপী 1788 কোটি টায়া আয় করে ।

কল্কি 2898 এডি বর্তমানে কমল হাসান অভিনীত ইন্ডিয়ান 2-এর সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি ৷ বিশেষত দক্ষিণের বাজারে ৷ হিন্দিতে অক্ষয় কুমারের সরফিরার সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রভাস । ফলে বিশ্বব্যাপী কল্কি 2898 এডি 1000 কোটির ক্লাবে ঢুকতে পারে কি না, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details