হায়দরাবাদ, 22 জুলাই: ভারতীয় সিনেমায় 'আরআরআর' ঐতিহাসিক মুহূর্ত যোগ করেছে ৷ এসএস রাজামৌলির এই ছবি ভারতে এনেছে অস্কার ৷ রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিকে পিছনে ফেললেন 'বাহুবলি' খ্যাত তারকা প্রভাস ৷ বক্সঅফিস কালেকশনের দিক থেকে 'আরআরআর'-কে পিছনে ফেলল 'কল্কি 2898 এডি' ৷ চতুর্থতম সপ্তাহে এই ছবির আয় বেড়েছে প্রায় 37 শতাংশ ৷
ইন্ডাষ্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, শনিবার 'কল্কি' আয় করেছে 6.1 কোটি টাকা ৷ রবিবার 37.7 শতাংশ আয় বেড়ে ঘরে এসেছে 8.25 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির মোট কালেকশন গিয়ে দাঁড়াল 616.70 কোটি টাকা ৷ অন্যদিকে, শুধুমাত্র হিন্দিভাষায় এই ছবি আলাদা বেঞ্চমার্ক ছুঁয়েছে ৷ দক্ষিণী তারকা প্রভাসের 'কল্কি' হিন্দি ফিল্ম ইন্ডাষ্ট্রিতে জায়গা পেল থার্ড হাইয়েস্ট-গ্রসিং ছবি হিসাবে ৷ হিন্দিতে ছবির আয় 275.9 কোটি টাকা ৷ যে কারণে পিছনে পড়ল 'আরআরআর' ছবি, যা হিন্দি ভাষায় আয় করে 272 কোটি টাকা ৷