হায়দরাবাদ, 7 জুলাই:বক্স অফিসে আরও তীব্র গতিতে ছুটছেনাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি ৷ সাই-ফাই এপিক বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড-ব্রেকিং দৌড় শুরু করেছে । দ্বিতীয় শনিবারে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান অভিনীত ছবিটি বিপুল ব্যবসা করেছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, কল্কি 2898 এডি দশম দিনের আয় 106 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
তবে আয়ের সিংহভাগই এসেছে হিন্দি-ভাষী অঞ্চলগুলি থেকে ৷ সেই সংগ্রহ তেলুগু-ভাষী অঞ্চলগুলিকেও ছাপিয়ে গিয়েছে । দশম দিনে এই ছবি মোট 34.45 কোটি টাকা সংগ্রহ করেছে ৷ যার মধ্যে তেলুগুর অবদান 11 কোটি টাকা, তামিল সংস্করণের 3 কোটি টাকা, হিন্দির 18.5 কোটি টাকা, কন্নড়ের 0.45 কোটি টাকা এবং মালয়লম সংস্করণের অবদান 1.5 কোটি টাকা । এই সংগ্রহের ফলে দেশের মাটিতে কল্কি 2898 এডি-র মোট সংগ্রহ এখন 466 কোটি টাকায় পৌঁছে গিয়েছে । এদিকে, কল্কি 2898 এডি-এর নির্মাতারা শনিবার ঘোষণা করেছেন যে, এই ছবির বিশ্বব্যাপী বক্স অফিস আয় 800 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ।