পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'এ মন একাকী, সহজ নয় বাঁচা'... প্রাক্তনকে হারিয়ে চোখে জল স্বস্তিকার - SWASTIKA DUTTA MUSIC VIDEO - SWASTIKA DUTTA MUSIC VIDEO

Saware Music Video: মনের মানুষ হতে চলেছে অন্য কারও ৷ তাঁকে হারিয়ে বড় সিদ্ধান্ত প্রেমিকের ৷ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়লেন স্বস্তিকা দত্ত ৷

Saware Music Video
বিয়ের সাজে গানের অ্যালবামে স্বস্তিকা দত্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 6:43 PM IST

হায়দরাবাদ, 15 জুলাই: মনের মানুষকে বলাটা কি সহজ 'তুমি অন্য কারও সঙ্গে বেঁধে ঘর'? সহজ নয় বলেই আজও প্রেমভাঙা সম্পর্কগুলো নীরবে কেঁদে যায় ৷ তেমনই কাঁদছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত-ও ৷ ভালোবাসাকে পেয়ে হারানোর যন্ত্রণা পাচ্ছেন তিনিও ৷ প্রকাশ্যে এল ঈশান মিত্রের কণ্ঠে নতুন রোম্যান্টিক গান 'সাওয়ারে' ৷ সেই ভিডিয়োয় অভিনেতা জনের সঙ্গে স্বস্তিকার রসায়নে মুগ্ধ নেটপাড়া ৷

পরনে হলুদ শাড়ি ৷ হাতে-গলায় ফুলের গয়না ৷ গায়ে হলুদের সাজে স্বস্তিকা ৷ সকলেই ব্যস্ত হবু কনেকে নিয়ে ৷ তার মাঝেই ঢুকে পড়ে প্রাক্তন প্রেমিক ৷ ফ্ল্যাশব্যাকে ভেসে আসে পুরনো দিনে সুন্দর কাটানো মুহূর্তগুলো ৷ 'সাওয়ারে' মিউজিক ভিডিয়ো এইভাবেই ধরা দিয়েছে সকলের সামনে ৷ পুরনো প্রেম ভুলতে পারেননি প্রেমিক ৷ তাই প্রেমিকার বিয়ের দিন বাড়িতেই তিনি হাজির ৷ বোঝা যায়, মনে পাথর রেখে নতুন জীবনে পা রাখা এত সহজ নয় ৷

এরপরেই ঘটে অঘটন ৷ প্রেমিকার বিচ্ছেদ সহ্য করতে না-পেরে নিজের প্রাণ নিয়ে নেন প্রেমিক ৷ সবকিছু ছেড়ে বিয়ের মণ্ডপ থেকে উঠে আসেন কনে ৷ স্বজন হারানোর বেদনায় ধরা পড়ে বুকভরা কান্না ৷ সোমবার সারেগামা বেঙ্গলির অফিসিয়াল পেজে নয়া মিউজিক ভিডিয়ো প্রকাশিত হয় ৷ মুহূর্তে গানটি ছড়িয়ে পড়তে থাকে নেটপাড়ায় ৷ কিন্তু আজকের দিনেই কেন এই ভিডিয়ো প্রকাশ্যে এল? প্রশ্ন নেটিজেনদের মনে ৷

কারণ সোমবারই বিয়ে করছেন অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ৷ দক্ষিণ 24 পরগনার খামারবাড়িতে বিয়ের আসর বসছে বলে শোনা গিয়েছে ৷ স্বস্তিকার সঙ্গে শোভনের সম্পর্ক কারোর অজানা নয় ৷ ইনস্টাগ্রামে একাধিক ছবি তাঁরা শেয়ার করেছিলেন একসময় ৷ কিন্তু আচমকাই সব বদলে যায় ৷ 2023 সালে এক অনুষ্ঠানে সোহিনী সরকার ও শোভনের পরিচয় ৷ সেখান থেকেই সম্পর্কের সূচনা বলে জানা যায় ৷ পুরনো প্রেম স্বস্তিকা ভুলেছেন কি না, তার উত্তর জানা না-থাকলেও আপাতত নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ৷

ABOUT THE AUTHOR

...view details