হায়দরাবাদ, 30 জুলাই: নিজের নামের সঙ্গে স্বামীর নাম জুড়তেই ক্ষেপে গেলেন অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ৷ সোমবার একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়া বচ্চনের নামের সঙ্গে অমিতাভের নাম যুক্ত করে সম্বোধন করেন ৷ এমন হতেই, জয়া বচ্চন অসন্তোষ প্রকাশ করে জানান, স্বামীর নামেই কেন মেয়েদের পরিচিত হবে? যেন মেয়েদের কোনও অস্তিত্ব নেই ৷
পুরো ঘটনাটি ঘটেছে সোমবার পার্লামেন্ট সেশন চলাকালীন ৷ সেখানে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়াকে বলেন, "শ্রীমতী জয়া অমিতাভ বচ্চন জি, প্লিজ ৷" এরপরেই অভিনেত্রী জয়া বচ্চন প্রত্যুত্তরে বলেন, "শুধু জয়া বচ্চন বললেই হতো ৷" এরপরেই ডেপুটি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে জানান, ফাইলে তাঁর নাম যেভাবে লেখা রয়েছে সেটাই তিনি বলেছেন ৷