কলকাতা, 27 মার্চ:29 মার্চ, শুক্রবার বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অনির্বাণ চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা ছবি 'ও অভাগী'। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা । এপার বাংলায় এটি তাঁর দ্বিতীয় ছবি হলেও, এই বাংলার মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা কম নয় । এর আগে, রাজর্ষি দে পরিচালিত 'মায়া' ছবিতে অভিনয় করেন মিথিলা । লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বার ভূমিকায় অভিনয় করেন তিনি । অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মিথিলা । তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কার । একইসঙ্গে, পিএইচডি স্টুডেন্ট মিথিলা । এই সব কিছুর আগে তাঁর কাছে ফার্স্ট প্রায়োরিটি তাঁর মেয়ে । কীভাবে তাঁকে সময় দেন মিথিলা ? সব কিছু নিয়ে টেলিফোনে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন অভিনেত্রী ।
ইটিভি ভারত: 'ও অভাগী'তে অভিনয় করে কেমন লাগল ?
মিথিলা: অভাগী নিম্নবর্ণের, আমাদের সমাজের শোষণের শিকার । ও অভাগী আসলে নারীর প্রতিচ্ছবি । আমার পক্ষে খুব একটা সহজ ছিল না । কারণ গ্রামাঞ্চলের একজন নারীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য অনেকখানি রিসার্চ করতে হয়, অনেক ভাবতে হয় । অনুশীলন করতে হয় । কারণ আমি তো একেবারে শহরে বড় হওয়া । ভালো লেগেছে, কারণ এরকম চরিত্র এই প্রথম করলাম ।
ইটিভি ভারত: শুটিঙের দিনের অভিজ্ঞতা...
মিথিলা: শুটিঙের অভিজ্ঞতা খুব ভালো । খুব এনজয় করেছি আমরা । প্রত্যন্ত গ্রামে শুটিং হয়েছে আমাদের । শুটিং পর্বও খুব একটা সহজ ছিল না । শীত, গ্রীষ্ম মিলিয়ে শুট হয়েছে । অনেক দূর ট্র্যাভেল করেছি । তবে তৃপ্তি পেয়েছি কাজটা করে । এখানেই সার্থকতা ।
ইটিভি ভারত: পরিচালক অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ?
মিথিলা: অনির্বাণ খুব মনোযোগ দিয়ে কাজটা করেছেন । আর আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি । বাকিটা সময় বলবে ।
ইটিভি ভারত: এপারে এত কাজ করছেন । ওপারের বন্ধুরা কী বলেন ?
মিথিলা: খুব একটা বেশি কাজ করছি সে রকমও তো না । তবে হ্যাঁ, আমি সৌভাগ্যবতী যে, দুই বাংলাতেই কাজ করতে পারছি । বাংলাদেশের একটি ওয়েব সিরিজে কাজ করলাম । আগামী মাসে একটা ছবি রিলিজ হবে ওখানে । কলকাতাতে আমার দ্বিতীয় ছবি রিলিজ হতে চলেছে । আমি অনেক কাজ করি না একসঙ্গে । বরং অনেক বেছে কাজ করি ।