পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'বাড়ির পাইথনদের সঙ্গে আলাপ হয়নি', ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মিথিলা - Mithila film O Abhagi

Mithila film O Abhagi: ও অভাগী মুক্তির আগে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে আড্ডা জমালো ইটিভি ভারত ৷ নিজের কাজকর্ম নিয়ে গল্পের মাঝেই মিথিলা জানালেন, সৃজিতের পোষা পাইথনদের সঙ্গে তাঁর এখনও আলাপ হয়নি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 5:00 PM IST

Updated : Mar 27, 2024, 5:34 PM IST

কলকাতা, 27 মার্চ:29 মার্চ, শুক্রবার বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অনির্বাণ চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা ছবি 'ও অভাগী'। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা । এপার বাংলায় এটি তাঁর দ্বিতীয় ছবি হলেও, এই বাংলার মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা কম নয় । এর আগে, রাজর্ষি দে পরিচালিত 'মায়া' ছবিতে অভিনয় করেন মিথিলা । লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বার ভূমিকায় অভিনয় করেন তিনি । অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মিথিলা । তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কার । একইসঙ্গে, পিএইচডি স্টুডেন্ট মিথিলা । এই সব কিছুর আগে তাঁর কাছে ফার্স্ট প্রায়োরিটি তাঁর মেয়ে । কীভাবে তাঁকে সময় দেন মিথিলা ? সব কিছু নিয়ে টেলিফোনে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন অভিনেত্রী ।

ইটিভি ভারত: 'ও অভাগী'তে অভিনয় করে কেমন লাগল ?
মিথিলা: অভাগী নিম্নবর্ণের, আমাদের সমাজের শোষণের শিকার । ও অভাগী আসলে নারীর প্রতিচ্ছবি । আমার পক্ষে খুব একটা সহজ ছিল না । কারণ গ্রামাঞ্চলের একজন নারীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য অনেকখানি রিসার্চ করতে হয়, অনেক ভাবতে হয় । অনুশীলন করতে হয় । কারণ আমি তো একেবারে শহরে বড় হওয়া । ভালো লেগেছে, কারণ এরকম চরিত্র এই প্রথম করলাম ।

ব্যস্ত অভিনেত্রী মিথিলা

ইটিভি ভারত: শুটিঙের দিনের অভিজ্ঞতা...
মিথিলা: শুটিঙের অভিজ্ঞতা খুব ভালো । খুব এনজয় করেছি আমরা । প্রত্যন্ত গ্রামে শুটিং হয়েছে আমাদের । শুটিং পর্বও খুব একটা সহজ ছিল না । শীত, গ্রীষ্ম মিলিয়ে শুট হয়েছে । অনেক দূর ট্র্যাভেল করেছি । তবে তৃপ্তি পেয়েছি কাজটা করে । এখানেই সার্থকতা ।

ও অভাগীতে মিথিলা

ইটিভি ভারত: পরিচালক অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ?
মিথিলা: অনির্বাণ খুব মনোযোগ দিয়ে কাজটা করেছেন । আর আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি । বাকিটা সময় বলবে ।

ইটিভি ভারত: এপারে এত কাজ করছেন । ওপারের বন্ধুরা কী বলেন ?
মিথিলা: খুব একটা বেশি কাজ করছি সে রকমও তো না । তবে হ্যাঁ, আমি সৌভাগ্যবতী যে, দুই বাংলাতেই কাজ করতে পারছি । বাংলাদেশের একটি ওয়েব সিরিজে কাজ করলাম । আগামী মাসে একটা ছবি রিলিজ হবে ওখানে । কলকাতাতে আমার দ্বিতীয় ছবি রিলিজ হতে চলেছে । আমি অনেক কাজ করি না একসঙ্গে । বরং অনেক বেছে কাজ করি ।

ও অভাগী ফিল্মে মিথিলা

ইটিভি ভারত: অভিনয়ের পাশাপাশি আপনি একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন, মেয়ে আছে । সব দিক ব্যালান্স করেন কীভাবে ?
মিথিলা: হ্যাঁ ঠিকই, আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাতে গুরুত্বপূর্ণ পদে কাজ করি । সেজন্য অনেক ট্র্যাভেল কর‍তে হয় । আফ্রিকার বিভিন্ন দেশে যেতে হয় প্রায়ই । কাজের পাশাপাশি আমার মেইন ফোকাস মেয়ে । এতকিছুর পরে ভাবি অভিনয় নিয়ে । মেয়ের সঙ্গে বেড়াতে যাই, বই পড়ি, ছবি আঁকি । এভাবেই কাটাই ।

গ্রামের মেয়ের চরিত্রে মিথিলা

ইটিভি ভারত: সৃজিত ক'দিন আগে বাড়িতে নতুন সদস্য এনেছেন । তাদের সঙ্গে সখ্যতা হল আপনার ?
মিথিলা: আমাদের বাড়িতে চারটে বল পাইথন আছে । দু'মাস ধরে এত ট্র্যাভেল করছি যে, এখনও আলাপ হয়নি তাদের সঙ্গে । তবে, এ বার হবে ।

ইটিভি ভারত: বাংলা সাহিত্য নাকি ইংরেজি সাহিত্য - কোনটা বেশি টানে আপনাকে ?
মিথিলা: আমাকে সাহিত্য টানে সবসময়েই । তা সে বাংলা হোক বা ইংরেজি । প্রচুর বই পড়ি আমি । ফ্লাইটে চড়ার সময়ে, যে কোনও যানবাহনে ট্র্যাভেল করার সময়ে, ঘুমের আগে আমার বই চাই ।

ও অভাগী ছবির দৃশ্য

ইটিভি ভারত: সব ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই রাজনীতিতে আসার হিড়িক দেখা যায় । আপনার কাছে অফার এলে কী করবেন ?
মিথিলা: আমার মতে রাজনীতি একটা পেশা । অলরেডি অনেকগুলো পেশার সঙ্গে আমি জড়িত । আমি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কার, আমি পিএইচডি স্টুডেন্ট, অভিনয় করি । এর বাইরে আর কিছু করা সম্ভব না ।

আরও পড়ুন:

  1. ছবির সেটে প্রেম গড়াল বিয়েতে, গোপনে চার হাত এক হল অদিতি-সিদ্ধার্থের
  2. জন্মদিনে তিরুপতিতে পুজো দিলেন সপরিবার রামচরণ
  3. ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি, শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শ্যুটিং
Last Updated : Mar 27, 2024, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details