কলকাতা, 27 ফেব্রুয়ারি: তিলোত্তমায় শুরু হল দ্বিতীয় 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কলকাতা 2024'। 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব। চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 'ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া'র তরফে দু'বছর ধরে কলকাতায় শুরু হয়েছে এই আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। এবারের সব ছবিই দেখানো হচ্ছে নন্দনে। সময় দুপুর সাড়ে 12টা থেকে সন্ধে সাড়ে সাতটার মধ্যে।
আগামিকাল বুধবার, নন্দনে বিকেল 4টেয় দেখানো হবে ঋষিকেশ মণ্ডল পরিচালিত বাংলা ছবি 'কুসুমিতার গপ্পো'। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি। মহিলা ফুটবলার কুসুমিতার জীবনের গল্প রয়েছে এই ছবিতে। এই চরিত্রে অভিনয় করেছেন ঊষসী চক্রবর্তী। অর্থের বিনিময়ে চিকিৎসা কেনা যায়, গরিবের থেকে ধনী টাকার জোরে চিকিৎসা পায়, কুসুমিতার জীবনের নির্মম সেই সত্যির আখ্যানই রয়েছে এই ছবিতে। কুসুমিতার খেলোয়াড় জীবনটা কী শেষই হয়ে গেল? প্রশ্ন তুলেছে এই ছবি।
ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, রাহুল শেখ, ডালিয়া ঘোষ প্রমুখ। সঙ্গীত পরিচালনায় ছিলেন সুরজিৎ। উল্লেখ্য, পর্দার কুসুমিতা হয়ে উঠতে রীতিমতো অনুশীলন করেছেন ঊষসী। মতি নন্দীর লেখায় সরোজ দে'র পরিচালনায় 1984 সালে মুক্তি পায় 'কোনি'। ছবির অন্যতম চরিত্র ক্ষিদদার ভূমিকায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কোনির চরিত্রে শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে বিপুল জনপ্রিয়তা পায় এই ছবি। আজও সকলের কাছে সমান জনপ্রিয় এই ছবি। গত 25 ফেব্রুয়ারি 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ দেখানো হয়েছে এই ছবিটি।