কলকাতা, 7 জানুয়ারি: ফের অস্কার দৌড়ে ইন্দিরা ধরের বাংলা ছবি 'পুতুল'। 'সেরা ছবি' বিভাগে প্রতিযোগিতায় রয়েছে বাংলার ছবি ৷ মঙ্গলবার 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জায়গা করে নিয়েছে বাংলা সিনেমা ‘পুতুল’। অস্কারে ‘বেস্ট পিকচার’ নমিনেশনে এই প্রথম জায়গা করে নিল কোনও বাংলা ছবি ৷
ইন্দিরা ধর ইটিভি ভারতকে জানিয়েছেন, "আমি কৃতজ্ঞ অস্কার কমিটির কাছে যে তারা আমার ছবিটাকে পছন্দ করেছে ৷ আমার পরিচালনা, লেখা পছন্দ করেছে ৷ কারণ ছবিটা 'বেস্ট পিকচার' ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে প্রতিযোগিতা করার জন্য।
অ্যাকাডেমি ওয়েবসাইটেও সেটা বেরিয়ে গেছে। সেটা সবথেকে বড় কথা। আমি যদি খুব ভুল না করে থাকি তা হলে এই প্রথম কোনও বাংলা ছবি বেস্ট পিকচার ক্যাটাগরিতে সিলেকশন পেল। খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। প্রযোজনা করেছি, পরিচালনা করেছি। আমার ডেবিউ ছবি এটা। কোনও বড় প্রোডিউসারের হাত নেই আমার ছবিতে। একজন ডেবিউট্যান্ট প্রোডিউসার ডিরেক্টরের জন্য এটা বড় ব্যাপারে যে বাংলা ছবিকে আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারলাম। |