পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পাখির চোখ অস্কার, প্রতিযোগিতার শর্টলিস্টে জায়গা পাবে 'লাপাতা লেডিজ'-'ইতি মা'? - OSCAR NOMINATION SHORTLIST FOR 2025

2025 সালে অস্কার প্রতিযোগিতায় কারা থাকছে আর কারা ছিটকে গেল, জানা যাবে শীঘ্রই ৷ প্রকাশিত হবে শর্টলিস্ট ৷

Etv Bharat
অস্কার প্রতিযোগিতার শর্টলিস্টে জায়গা পাবে 'লাপাতা লেডিজ'? (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 17, 2024, 5:15 PM IST

হায়দরাবাদ, 17 ডিসেম্বর:অস্কারের মঞ্চে প্রতিযোগিতা কোন কোন সিনেমা থাকছে বা কারা কারা থাকছে, তার ফলাফল আসার অপেক্ষায় ৷ ভারতবাসীর চোখ কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ'-এর দিকে ৷ এই ছবি কি কোয়ালিফাই করতে পারবে প্রতিযোগিতার পরের ধাপে? পাশাপাশি তালিকায় রয়েছে বাংলার দুটি গানও ৷ তারাও কি প্রতিযোগিতার শর্ট লিস্টে জায়গা পাবে? উত্তর পাওয়া যাবে শীঘ্রই ৷

সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্ত মনোনয়নের দিকে যাওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ গোল্ডেন লেডিকে হাতে তোলার জন্য ডকুমেন্টারি ফিচার, ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, ভিজ্যুয়াল ইফেক্টস, অরিজিনাল গান এবং আরও অনেক বিভাগে প্রতিযোগিতায় দৌড়ে কারা রয়েছেন, তার ফলাফল আসার অপেক্ষায় ৷

মূলত, অ্যাকাডেমির পক্ষ থেকে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কারা টিকে থাকবে সেই তালিকা ক্রমশ ছোট করা হচ্ছে ৷ উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি প্রথম ধাপে 50টি গান বা ছবির নির্বাচন হয়ে থাকে ৷ এর পরের ধাপে সেটা কমে গিয়ে 10-15তে নেমে আসবে ৷ এখান থেকে আবার চলবে বাছাই পর্ব ৷ সেই বাছাই পর্বে যারা টিকে যাবে তারাই মার্চে অস্কারের মঞ্চে প্রতিযোগিতার দৌড়ে থাকবে ৷

ফলে ইতিমধ্যেই অস্কার প্রতিযোগিতায় ভারত থেকে নির্বাচিত হয় কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত 'লাপাতা লেডিজ' ৷ দ্বিতীয় ধাপের নির্বাচনে এই ছবি থাকবে কি? চিন্তার ভাঁজ পড়ছে অনুরাগীদের কপালে ৷

জ্যাক অডিয়ার্ড-এর এমিলিয়া পেরেজ একজন শক্তিশালী প্রতিযোগী। ইতিমধ্যে, হরর থ্রিলার 'দ্য সাবস্ট্যান্স' একাধিক গোল্ডেন গ্লোব মনোনয়ন অর্জন করেছে। 9 ডিসেম্বর অস্কার প্রতিযোগিতায় ভোটিং শুরু হয় ৷ চলে 13 ডিসেম্বর পর্যন্ত ৷ অ্যাকাডেমির সদস্যরা এই ভোট প্রদানে অংশগ্রহণ করেন ৷ 2025 সালের 17 জানুয়ারি ফাইনাল নমিনেশন প্রকাশ করা হবে ৷ অস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 2 মার্চ ৷ এবিসি চ্যানেলে সন্ধ্যে 7টা থেকে তা লাইভ সম্প্রচারিত হবে ৷ পাশাপাশি হুলু লাইভ টিভি, ইউটিউব টিভি ও ফুবো টিভি-তে লাইভ অনুষ্ঠান দেখানো হবে ৷

অস্কার প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে যারা:

2025 সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি নিয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ'। সিনেমায় সামাজিক প্রত্যাশা এবং ব্যক্তিগত স্বাধীনতার বিষয় তুলে ধরা হয়েছে। এই প্রতিযোগিতার সঙ্গে ভারত দীর্ঘ সময় ধরে যুক্ত ৷ অস্কার শুরুর সময় থেকে ভারত থেকে প্রতিযোগিতায় 57টি সিনেমা পাঠানো হয়েছে।

একইভাবে, 'দ্য ব্যান্ড অফ মহারাজা' অস্কার প্রতিযোগিতার দৌড়ে দু'টি বিভাগে রয়েছে। সিনেমার গান 'ইশক ওয়াল্লা ডাকু' সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়েছে ৷ যেখানে বিক্রম ঘোষের স্কোর সেরা মৌলিক স্কোরের জন্য প্রতিযোগিতায় রয়েছে ৷ অস্কারের শর্টলিস্টে গিরিশ মালিক পরিচালিত মিউজিক্যাল সিনেমা নির্বাচিত হলে তা ভারতীয় সিনেমার গর্ব হবে ৷

তালিকায় রয়েছে আরও একটি বাংলা গান ৷ ইন্দিরা ধর পরিচালিত 'পুতুল' ছবির গান 'ইতি মা' অস্কার প্রতিযোগিতার দৌড়ে রয়েছে ৷ গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালেও এই ছবি সকলের নজর কাড়ে ৷ পথশিশুদের কঠিন জার্নি এই ছবির বিষয়বস্তু ৷ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় মনোনীত হওয়া এটি প্রথম কোনও বাংলা গান। বেস্ট অরজিনাল সং ক্যাটাগরিতে অস্কারে টিকে থাকার জন্য 'ইতি মা' দ্বিতীয় ধাপে নির্বাচিত হবে কি? উত্তর দেবে সময় ৷

ABOUT THE AUTHOR

...view details