পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অস্কার দৌড়ে ইমন চক্রবর্তী, আন্তর্জাতিক মঞ্চে কোন গান পেল নমিনেশন? - IMAN CHAKRABORTY OSCARS 2025

অস্কার প্রতিযোগিতায় এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইমন চক্রবর্তীর গান ৷ ‘পুতুল’ ছবির গান জায়গা করে নিয়েছে অস্কার নমিনেশনে ৷ উচ্ছ্বসিত গায়িকা ৷

iman chakraborty
অস্কার দৌড়ে ইমন চক্রবর্তী (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 3, 2024, 3:03 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এবার অস্কার দৌড়ে ইমন চক্রবর্তী। 2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। চলছে চূড়ান্ত পর্বের বাছাই কার্য। সারা বিশ্ব থেকে প্রায় 89টি গান ও 146টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আর সেখানে রয়েছে ইমন চক্রবর্তীর একটি গান।

উল্লেখ্য, এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়। এই নিয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় ইমনের সঙ্গে। তিনি বলেন, "খবরটা পেয়ে প্রথমে স্বাভাবিকভাবেই চমকে উঠি। পরে আপনজনদের খবরটা দিই। বাবা, নীলাঞ্জন-সহ বাকিরাও ভীষণ খুশি। আর আমি তো খুশিই। কৃতজ্ঞতা জানাব টলিউড ইন্ডাস্ট্রিকে। আমার সকল সতীর্থকে।"

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বীরা হলেন, লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। তাঁদের সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে বাংলার মেয়ে ইমন চক্রবর্তী। জানালেন, "আনন্দ লাগছে। প্রতিযোগিতায় আছি। আশাবাদী। বাকিটা সময় বলবে।" জনপ্রিয় এবং ব্যস্ত সঙ্গীত শিল্পীদের মধ্যে ইমন চক্রবর্তী অন্যতম। এই মুহূর্তে 'সারেগামাপা'র বিচারক হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকেই তাঁর গাওয়া গান অস্কার দৌড়ে যাওয়ার খবর পান জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী।

প্রসঙ্গত, 2025 সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে নাম ঘোষিত হয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ 29টা ছবির মধ্যে সেরার সেরা হিসাবে জায়গা পায় কিরণের এই ছবি ৷ তালিকায় পিছনে পড়ে রণবীর কাপুরে 'অ্যানিম্যাল' ও 'আত্তম' ৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক করে কোন ছবি ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার দৌড়ে সামিল হবে ৷ সেই নামই আসে প্রকাশ্যে ৷

এরপর আমির খান প্রোডাকশনের তরফে ছবির নাম বদলে 'লস্ট লেডিস' করা হয় ৷ ছবির নাম পরিবর্তন নিয়ে তারপর নেটপাড়ায় বেশ বিতর্কের মুখে পড়েন পরিচালক কিরণ রাও ও প্রযোজক আমির খান ৷

ABOUT THE AUTHOR

...view details