দুর্গাপুর, 17 ডিসেম্বর: 'ইতি মা'- পথ শিশুদের নিয়ে বাংলা গান আজ বিশ্বশ্রেষ্ট অস্কার শিরোপার জন্য মনোনীত। এই গান গেয়ে রাতারাতি বাঙালির ড্রইংরুম থেকে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়িকা ইমন চক্রবর্তী।
দুর্গাপুর উৎসবে এসে হাজার হাজার শ্রোতা বন্ধুদের হৃদয় জয় করার পর ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে ইমন চক্রবর্তী জানিয়ে গেলেন, "আজ যেখান অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে তার কৃতিত্ব আমার নয়, এই গানের রচয়িতা, সুরকার সবাই। বাংলার মানুষের কাছে আমার আবেদন সবার প্রার্থনা হোক যাতে এই গান অস্কার পুরস্কার পায়।"
দুর্গাপুর উৎসবে ইমন চক্রবর্তী (ইটিভি ভারত) দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বাংলায় দাঁড়িয়ে বাংলা গান শোনার জন্য প্রতিবাদী ইমন বঙ্গবাসীর হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। কখন রবীন্দ্র সংগীত কখনও আবার লোকগীতি গেয়ে বাংলার মানুষের হৃদয় জয় করেছেন তিনি। বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করার পর তিনি সংগীতশিল্পী হিসাবে নিজের খ্যাতিকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছেন। পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ তাঁর গাওয়া গান অস্কার মনোনয়নের তালিকায় আসায় তিনি বলেন, "এখনো অনেকটা পথ যেতে হবে। তাই অস্কারের মঞ্চে নয়, আমি চাই মানুষের হৃদয় মঞ্চে চিরকাল বেঁচে থাকতে।"
কুয়াশার চাদরে মোড়া শিল্পশহরের রাজীব গান্ধী স্মৃতি মেলা ময়দানে তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন শিল্পশহরের হাজারো শ্রোতার মন। এর আগেও তিনি বহুবার দুর্গাপুরের বুকে এসেছেন। উৎসবের আঙিনায় এসে একের পর এক রবীন্দ্র সংগীতের পরে ইমনের গলায় শোনা গেল 'তুমি যাকে ভালোবাসো...','দে দে পাল তুলে দে...'র মতো জনপ্রিয় গান । ইমনের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের অগণিত শ্রোতাও কণ্ঠ মেলান এইদিন। ইমনের গানে মুগ্ধ হলেন দুর্গাপুরের শ্রোতারা।