হায়দরাবাদ, 7 ডিসেম্বর: রাত যত বাড়ছে হালকা কুয়াশা ধীরে ধীরে ঘিরে ফেলছে চারিদিক ৷ তার মাঝেই একের পর এক নানা স্বাদের গান শুনিয়ে চলেছেন শিল্পী ইমন চক্রবর্তী ৷ রাজারহাটে এই অনুষ্ঠানে তখন মানুষের থিকথিকে ভিড় ৷ এরমধ্যেই কয়েকটা ছেলে বলে বসেন, "বাংলা গান শুনব না হিন্দি গান গাইছেন না কেন?"
ভিড়ের মধ্য থেকে এই ধরনের মন্তব্য নতুন নয় ৷ দর্শক বা শ্রোতারা যেহেতু একজন শিল্পীর কাছে ভগবান, তখন দর্শকদের অনুরোধই হয়ে ওঠে শেষ কথা ৷ তবে শুক্রবার রাতে ঘটল উলটো ঘটনা ৷ বাংলায় থেকে বাংলা ভাষার যাঁরা কদর করেন না, তাঁদের ইমন দিলেন মোক্ষম জবাব ৷ যা শনিবার সকাল থেকেই নেটপাড়ায় চর্চার বিষয় ৷
এদিন ইমন বলেন, "তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে বলতে পারি, অন্য কোন জায়গায় তোমাকে চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দিত। ভণ্ডামি এখানে করবে না। এই রাজ্যটার নাম বাংলা। বাংলায় থাকছো, বাংলায় খাচ্ছো, বাংলায় পয়সা রোজগার করছো আর বলছ বাংলা গান শুনবে না? মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, সব ধরনের গান শোনো ৷ কিন্তু তুমি কে হে, তোমার এত বড় সাহস, তুমি বলছো বাংলা গান শুনবে না?"
এরপর শিল্পী বলেন, "যদি সাহস থাকে স্টেজে পাঠাও। এই ভণ্ডামিগুলো করো না। দেখি কত সাহস! বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!" ইমনের এই ভার্তা নেটপাড়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল ৷ শিল্পীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই ৷ অন্বেষা দত্ত গুপ্ত সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করেন ৷
সঙ্গীত শিল্পী ক্যাপশনে লেখেন, "আশা করি বাঙালি হিসাবে এটা সকলের মধ্যে গর্ববোধ জাগিয়ে তুলবে৷ এই কারণে দক্ষিণী ইন্ডাস্ট্রি বিনোদন দুনিয়ায় উপর দিকে থাকে ৷ তারা তাদের বিষয় নিয়ে গর্ব করে ৷ নিজের সংস্কৃতিকে আর কবে ভালোবাসতে শিখবো আমরা?" এরপর তিনি ইমনকে ধন্যবাদ জানান প্রতিবাদ করার জন্য ৷