হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি:ছবি মুক্তির সাত দিনের মাথাতেও নিম্নগামী 'ফাইটার' ছবির বক্সঅফিস কালেকশন ৷ 25 তারিখ ছবি মুক্তি হলেও প্রতিদিনের গড় হিসাবে পিছিয়ে রয়েছে সিদ্ধার্থ আনন্দের ছবি ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, এরিয়াল অ্যাকশনে ভরপুর এই ছবি সপ্তম দিন অর্থাৎ বুধবার ভারতে আয় করেছে 6.35 কোটি টাকা ৷ তার আগের দিন ছবির আয় ছিল 7.5 কোটি টাকা ৷ অর্থাৎ একদিনে ফাইটারের আয় কমেছে প্রায় 1.15 কোটি টাকা ৷
রিপোর্ট অনুযায়ী, 'ফাইটার' মুক্তির পর প্রথম সপ্তাহে ভারতে মোট আয় করেছে 140.35 কোটি টাকা ৷ এখন লক্ষ্য চলতি উইকএন্ডের মধ্যেই 150 কোটি টাকা ঘরে তোলার ৷ বুধবার পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা ছিল 11.89 শতাংশ ৷ প্রথম সপ্তাহে ওপেনিং কালেকশনে এই ছবি আয় করে 118.5 কোটি টাকা ৷ সোমবার থেকে ধীরে ধীরে কমতে থাকে বক্সঅফিসে আয়ের সংখ্যা ৷
ফলে সোমবার হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের 'ফাইটার' আয় করেছে মাত্র 8 কোটি টাকা ৷ তবে গ্লোবাল বক্সঅফিসে এখনও পর্যন্ত ফাইটার ভালো ব্যবসা দিচ্ছে ৷ ওয়ার্ল্ড ওয়াইড এই ছবি ঘরে তুলে নিয়েছে 250 কোটি টাকার বেশি ৷ যেহেতু প্রেক্ষাগৃহে 'ফাইটার' এখনও চলছে, তাই আগামী সপ্তাহে ভালো ব্যবসা হয় কি না, নজর রয়েছে সেই দিকেও ৷ চেন্নাই, জয়পুর, লখনউ, হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর), চণ্ডীগড়, আহমেদাবাদ, কলকাতা, পুনে, সুরাট এবং ভোপালের মতো জায়গায় 'ফাইটার' ছবির বক্সঅফিস কালেকশন দুর্দান্ত ৷
'ফাইটার' ছবিতে প্রথমবার হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন ৷ এর আগে আকাশপথে এমন যুদ্ধ দর্শক কখনও দেখেননি বলে জানিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ সেখানে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাচ্ছে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাথোরের ভূমিকায় ৷ অন্যদিকে, অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷