পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হৃতিক হাত ওঠালে আমিরের 'ভূবণ'-প্রভাসের 'বাহুবলি' হওয়া হত না... - HRITHIK ROSHAN REJECTS MAJOR MOVIES

জন্মদিনের খাতায় আরও একটা বছর বাড়ল হৃতিক রোশনের ৷ ঢুঁ মারা যাক সেই সব ব্লকব্লাস্টার ছবির দিকে, যার প্রস্তাব নাকচ করেছেন বলিউডের গ্রিক গড ৷

Hrithik Roshan
হৃতিক রোশন (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 10, 2025, 3:37 PM IST

Updated : Jan 10, 2025, 3:43 PM IST

হায়দরাবাদ, 10 জানুয়ারি: মনে করুন, চম্পারণে ক্রিকেটের মাঠে খাজনা মুকুবের জন্য ভূবণ অর্থাৎ হৃতিক ধুতি পরে ছক্কা হাঁকাচ্ছেন ৷ আবার কল্পনা করুন, 'দিল চাহতা হ্যায়' ছবিতে সিড সিনহা অর্থাৎ অক্ষয় খান্নার পরিবর্তে ডিম্পল কাপাডিয়ার প্রেমে পড়লেন হৃতিক ৷ বা ধরুন মহেশমতি সিংহাসনে 'বাহুবলি' প্রভাস নন, বসে আছেন হৃতিক রোশন ৷

ভাবতে অদ্ভুত লাগছে না ? আসলে যদি হৃতিক এই ছবির প্রস্তাব নাকচ না করতেন তাহলে আজ আমির খান, অক্ষয় খান্না কিংবা প্রভাসের জায়গায় তাড়িয়ে তাড়িয়ে ছবির সাফল্য উপভোগ করতেন বলিউডের গ্রিক গড ৷ আসলে পর্দায় যখনই 'এক পল কো জিনা' বা 'ধুম মচালে' অভিনেতা আসেন তখন বাকরুদ্ধ হয়ে যায় আট থেকে আশি ৷ জীবনের অর্ধশত রান সম্পন্ন করে 51 কোটায় হৃতিক রোশন ৷ জন্মদিনের আগের দিন অভিনেতা সামনে এনেছেন তাঁর পরিবারকে নিয়ে তৈরি তথ্যচিত্র 'দ্য রোশানস' ৷ অভিনেতার জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক, সেই ছবির কথা, যার চিত্রনাট্য শুনে আবার কখনও শিডিউলের কারণে নাকচ করে দিয়েছিলেন হৃতিক ৷

হৃতিকের নাকচ করা সিনেমার তালিকা

লগান (2001)- আশুতোষ গোয়ারিকরের অস্কার নমিনেশন পাওয়া ছবিতে ভূবনের চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল হৃতিককে ৷ কিন্তু অভিনেতা সেই প্রস্তাব নাকচ করায় আমির খানের কাছে পৌঁছয় ছবির চিত্রনাট্য ৷ তারপরেরটা ইতিহাস ৷ ভূবন চরিত্র সিনে ইতিহাসে আইকনিক হয়ে থাকে ৷ বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ছবি হিসাবে অস্কারে মনোনীত হয় 'লগান' ছবি ৷

দিল চাহতা হ্যায় (2001)- একই বছরে ফারহান আখতার পরিচালিত কাল্ট ক্লাসিক সিনেমা মুক্তি পায় ৷ আমির খান, অক্ষয় খান্না ও সইফ আলি খান অভিনীত এই ছবি ভালোবাসা-বন্ধুত্বের নতুন সমীকরণ তুলে ধরে সিনেপর্দায় ৷ অক্ষয় খান্না অর্থাৎ সিড সিনহার চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল হৃতিককে ৷ কিন্তু তিনি বারণ করে দেন ৷

স্বদেশ (2004)- শাহরুখ খানের কেরিয়ারে অন্যতম সিনেমার নাম নিয়ে আলোচনা হলে এই ছবির কথা আসবেই ৷ কিন্তু এক্ষেত্রেও পরিচালক আশুতোষ গোয়ারিকরকে ডোবান বলিউডের গ্রিক গড ৷ ছবির চিত্রনাট্য পরার পরেও তিনি জানিয়ে দেন এই ছবির অংশ হতে পারবেন না তিনি ৷ তারপর ছবির প্রস্তাব যায় শাহরুখ খানের কাছে ৷ এই ছবিও অস্কারের মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ৷ পাশাপাশি, একাধিক পুরস্কার আসে এই ছবির ঝুলিতে ৷

রং দে বসন্তী (2006)- আমির খান, মাধবন, শরমন জোশি যে মস্তি কা পাঠশালা পড়িয়েছেন রং দে বসন্তী ছবিতে, তার অংশ হতে পারতেন হৃতিক ৷ কারণ তাঁকে করণ সিংঘানিয়ার চরিত্র অফার করা হয়েছিল ৷ কিন্তু শিডিউল সমস্যার কারণে হৃতিক প্রোজেক্ট থেকে সরে দাঁড়ায় ৷ সেই কাজ হাতে পান দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ ৷

বাহুবলি: দ্য বিগিনিং (2015)- কেউ ভাবতে পারেন বাহুবলির মতো প্রোজেক্ট হাতছাড়া করেছেন হৃতিক রোশন ৷ পরিচালক এসএস রাজামৌলির এই ছবি যা পুরো বিশ্বসিনেমাকে কাঁপিয়ে দিয়েছে সেই ছবির প্রস্তাব প্রথম গিয়েছিল হৃতিকের কাছেই ৷ কিন্তু যথারীতি অন্য কাজের কমিটমেন্টের কারণে বাহুবলি ছেড়ে দেন হৃতিক ৷ আর সেই ছবি ঝুলিতে গিয়ে পড়ে প্রভাসের ৷ বাকিটা সকলেরই জানা ৷

ফিউরিয়াস 7 (2015)- বলিউড ও দক্ষিণী ছবির কথা না হয় ছেড়ে দেওয়া গেল, হলিউডের ছবির প্রস্তাব পর্যন্ত নাকচ করেছেন হৃতিক ৷ জানলে অবাক হবেন ব্লকব্লাস্টার হিট সিনেমা 'ফিউরিয়াস 7' ছবিতে হৃতিককে চেয়েছিলেন পরিচালক রব কোহেন ৷ কারণ তিনি অভিনেতার অনুরাগী ছিলেন ৷ কিন্তু বলিউডের বেশ কিছু ছবির কাজ হাতে থাকার জন্য হলিউডের প্রস্তাব থেকে মুখ ফেরান অভিনেতা ৷ সেই ছবি গ্লোবালি আয় করে 13 হাজার কোটি টাকা ৷

হৃতিকের ছেড়ে দেওয়া প্রতিটা সিনেমা তাঁর কেরিয়ারে বড় টার্নিং পয়েন্ট হতে পারত ৷ সেই ছবি না করা সত্ত্বেও আজও গ্লোবাল স্টারের তকমা ধরে রেখেছেন হৃতিক রোশন ৷ তাঁর সিনেমাটিক মাইলস্টোন আরও সুদূর হবে তা বলাই যায় ৷

Last Updated : Jan 10, 2025, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details