হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: ক্যানসার, এমন একটা শব্দ, যা শুনলেই মানুষের শক্তি যেন ধীরে ধীরে ক্ষয় হতে থাকে ৷ তবে দমে যাওয়ার পাত্রী নন টেলিভিশন অভিনেত্রী হিনা খান ৷ স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা চলছে তাঁর ৷ কেমোর কারণে শরীরে অসহ্য যন্ত্রণা ৷ তারমধ্যেই কাজের দুনিয়ায় হাসি মুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ৷ সম্প্রতি ব্রাইডাল লুকে এক ব়্যাম্প শোয়ে সকলের নজর কাড়লেন 'ড্যাডিস স্ট্রং গার্ল' হিনা ৷
এদিন সোশাল মিডিয়ায় সেই ঝলক শেয়ার করেন অভিনেত্রী ৷ তিনি ক্যাপশনে লেখেন তাঁর মনের কথা ৷ হিনা বলেন, "আমার বাবা সবসময় বলতেন, ড্যাডিস স্ট্রং গার্ল ৷ চোখে জল এনো না সোনা ৷ কখনও নিজের সমস্যা নিয়ে অভিযোগ করো না ৷ নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে শেখো ৷ সোজা হয়ে দাঁড়াও আর সমস্যার সঙ্গে মুখোমুখি লড়াই করো ৷"
এরপরেই অভিনেত্রী লেখেন, "তাই ক্যানসারের চিকিৎসা নিয়ে কী ফলাফল হবে তাই নিয়ে চিন্তা ছেড়ে দিয়েছি ৷ আমার কন্ট্রোলে কী রয়েছে শুধুমাত্র সেই বিষয়েই ফোকাস করেছি ৷ বাকি সবকিছু ছেড়ে দিয়েছে ভগবানের উপরে ৷তিনি তোমার প্রয়াস-প্রচেষ্টা নজরে রাখছেন ৷ তিনি তোমার প্রার্থনা শুনছেন ৷ তিনি তোমার হৃয়কে জানেন ৷ সত্যি এই বিষয়টা সহজ নয়৷ আমি সবসময় নিজেকে বোঝাই, হিনা তোমাকে লড়াই করতেই হবে ৷ কখনও থেমে যেও না ৷"