পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বনশালিকে নিয়ে রিসার্চ করবে আগামী প্রজন্ম, পরিচালকের জন্মদিনে দরাজ 'হীরামাণ্ডি'র গায়িকা - SANJAY LEELA BHANSALI BIRTHDAY

সঞ্জয় লীলা বনশালির আজ 62তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে ইটিভি ভারতের কাছে তাঁর দরাজ প্রশংসা করলেন তাঁরই ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি'র গায়িকা বর্ণালী চট্টোপাধ্যায় ।

ETV BHARAT
সঞ্জয় লীলা বনশালির সঙ্গে বর্ণালী চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 24, 2025, 2:20 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি:শুরুটা 1996 সালে 'খামোশি: দ্য মিউজিক্যাল' দিয়ে । এরপর একে একে 'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'ব্ল্যাক', 'সাওয়ারিয়া', 'গুজারিশ', 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' থেকে 2022-এ 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' - যত দিন গিয়েছে, ততই মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ধীরে ধীরে হয়ে উঠেছে বনশালিময় । এখানেই শেষ নয়, 'বনশালি মিউজিক' নামে নিজের মিউজিক লেভেল বানিয়েছেন তিনি । 2024-এ বানিয়েছেন জীবনের প্রথম ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি'। এহেন সঞ্জয় লীলা বনশালির আজ 62তম জন্মদিন ।

তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর প্রথম ওয়েব সিরিজের গায়িকা, বঙ্গতনয়া বর্ণালী চট্টোপাধ্যায় । পদ্মশ্রী সঞ্জয় লীলা বনশালির জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধা জানিয়ে বর্ণালী চট্টোপাধ্যায় ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আজ ভোর সাড়ে 5টার সময় সঞ্জয় জি'কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালাম । আমাকেও কী আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানালেন । এই দিনে উনি খুব সাইলেন্ট থাকেন । কোনও আতিশয্য নেই । কারওকে নিজে থেকে নিমন্ত্রণ করেন না । ওঁর কাছেই সবাই ছুটে যান শুভেচ্ছা জানাতে । ভীষণ সুন্দর ব্যবহার আর ভীষণ ওয়েলকামিং একজন মানুষ ।"

সঞ্জয় লীলা বনশালির জন্মদিনে দরাজ প্রশংসা বর্ণালী চট্টোপাধ্যায়ের (নিজস্ব চিত্র)

বর্ণালী আরও বলেন, "উনি নিজেই নিজের তুলনা । জীবন্ত কিংবদন্তি সঞ্জয় লীলা বনশালি । তাই ওঁকে নিয়ে যা বলব তাই কম পড়বে । উনি চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার হিসেবে কী বা কেমন তা তো সবাই জানে । আমি ওঁকে কম্পোজার হিসেবে খুব কাছ থেকে দেখলাম এবং চিনলাম । একজন সত্যিকারের শিক্ষক উনি । জ্ঞানের ভাণ্ডার রয়েছে মানুষটার মধ্যে । যে কম্পোজিশনগুলো করেন তা করতে বেশি সময়ও লাগে না । উনি নিজে ঠিক কী চাইছেন তা নিজের কাছে খুব পরিষ্কার । খুব গান শোনেন । লতাজি এবং মহম্মদ রফি সাহেবের গান ভীষণ শোনেন । তা ছাড়াও বড়ে মোতিবাঈ, নয়না দেবী, গিরিজা দেবী, সিদ্ধেশ্বরী বাঈ, শোভা গুর্টু, গওহরজানের গানও শোনেন নিয়মিত । ফলে, জানার পরিধিটা অনেক বড় ওঁর ।"

'হীরামাণ্ডি'র গায়িকা বর্ণালী চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

বর্ণালীর কথায়, "কারওকে গান বিশ্লেষণ করার সময় এহেন সব শিল্পীদের গায়কীর রেফারেন্স দেন উনি । আমার গান উনি খোলা মনে নিয়েছিলেন । কিন্তু অনেক কিছু শিখলাম ওঁর কাছে । সমস্ত রেকর্ডিস্টের প্রতি সম্মান রেখেই বলছি, রেকর্ডিংয়ের পর কোন টেক'টা নেওয়া হবে সেটাও অনেক রেকর্ডিস্টয়ের থেকে বেশি ভালো বোঝেন সঞ্জয়জি । সিনেমা, ফ্যাশন, গান সবটা বোঝেন । অসম্ভব গুণের ভাণ্ডার রয়েছে মানুষটার মধ্যে । অনেকে বলেন, উনি মেজাজী । আমি সেভাবে ওঁকে দেখিনি কখনও । বরং গভীরতাটাই চোখে পড়েছে । আগামী প্রজন্ম সঞ্জয় লীলা বনশালিকে নিয়ে রিসার্চ করবে । রিসার্চ করার মতোই একজন মানুষ উনি ।"

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি'তে একটি নয়, তিনটি গান গেয়েছেন বর্ণালী । ‘সইয়াঁ হটো যাও তুম বরে উহ হো !’, ‘ফুল গেন্দেওয়া না মারো' এবং ‘আজাদি’ গান তিনটি শ্রোতার মনে ঝড় তুলেছে। তাঁর গানে মজেছেন রেখা থেকে আশা ভোঁসলে । তাঁকে আশীর্বাদ করেছেন আশা ভোঁসলে । বাড়িতে ডেকেছেন রেখা । এমনকী পরিচালক সঞ্জয় লীলা বনশালিও বর্ণালীর গানে মুগ্ধ । তিনি জানিয়েছেন, আগামীতেও বর্ণালীর সঙ্গে কাজ করার কথা পাকা করে রেখেছেন বনশালি ৷

ABOUT THE AUTHOR

...view details