কলকাতা, 23 সেপ্টেম্বর: প্রতিবাদ করায় প্রথমে সাসপেন্ড, তারপর কাজে ফিরেও কম কাজ পাওয়া, বাইরের কাজ করায় নিষেধাজ্ঞা- বার্তা ৷ কাজের দুনিয়ায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল টলিউডের কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাসের ৷ তারপরেই বেছে নেন চরম পদক্ষেপ ৷ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে। বর্তমানে কেমন কেশসজ্জা শিল্পী?
তনুশ্রীর ভাইঝি লিপিকা দাসের কাছ থেকে ইটিভি ভারত জানতে পেরেছে, এখনও বেশ দুর্বল রয়েছেন কেশসজ্জা শিল্পী। হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷কিন্তু মানসিকভাবে তিনি বিধ্বস্ত ৷ হাসপাতালের তরফে কাউন্সেলিংয়ের কথা বলা হয়েছে ৷ ইতিমধ্যেই রিজেন্ট পার্ক থানায় এফআইআর করেছে তাঁর পরিবার। পুলিশের সঙ্গেও বেশি কথা বলতে পারেননি তনুশ্রী। কেন না কথা বলার মতো অবস্থায় নেই তিনি। ডাক্তারও বলেছেন এখন তাঁর জন্য কোনওরকম উত্তেজনা ঠিক নয়। পুলিশের সঙ্গে তাঁর পরিবারই কথা বলেছে ।
এই ঘটনার পর ইটিভি ভারত যোগাযোগ করে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, "বিষয়টি ‘সুরক্ষা বন্ধু’ কমিটি দেখছে। আমরা সুরক্ষা বন্ধু কমিটিকে পাঠিয়েছি।" সুদীপ্তা চক্রবর্তী সামাজিক মাধ্যম মারফত জানিয়েছেন, "অনেকেই জানতে চাইছেন, তাই জানাচ্ছি.. তনুকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু গত তিন/চার মাসের যে ঘটনাবলী এবং গতকালকের যে ঘটনা, তাতে ও যে পরিমাণ মানসিক আঘাত পেয়েছে, তার থেকে বেরোতে ওর খানিকটা সময় লাগবে, আমার ধারণা। হাসপাতাল থেকেও সেই মানসিক আঘাতের (trauma) জন্য নিয়মিত কাউন্সেলিং এর পরামর্শ দেওয়া হয়েছে।
সুদীপ্তা আরও লেখেন, "গতকাল রাত দুটো থেকে চেষ্টা করার পর শেষমেশ আজ বিকেল সাড়ে চারটে নাগাদ ওর পরিবার এফআইআর-এর কপি হাতে পেয়েছে। আশা করি এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং যে বা যারা ওকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিলো, আইনানুগ তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা হবে। অনেকেই ওকে আর্থিক সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছেন। আমি যতদূর ওকে চিনি, ও হাত পেতে টাকার সাহায্য নেবার মেয়ে নয়। তবুও, ও আরেকটু সুস্থ হলে আমি চেষ্টা করবো এই বিষয়ে ওর সঙ্গে কথা বলার।এখন শুধু চাই ও দ্রুত সুস্থ হোক এবং কাজে ফিরুক। কাজ করে রোজগার করেই ও সমস্ত ধারদেনা শোধ করুক ধীরে ধীরে। আমরা সবাই ওর পাশে আছি।"
তনুশ্রীর কথা জানতে পেরে তাঁকে হাসপাতালে দেখতে ছুটে যান পরিচালক সুদেষ্ণা রায়, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, মানালি দে। উল্লেখ্য সুদীপ্তা চক্রবর্তীর 'বিনোদিনী অপেরা'তে নিয়মিত কেশসজ্জার কাজ করতেন তনুশ্রী।